আইরিশ বাংলাদেশী সোসাইটির ভাষা দিবস পালন ও শহীদ মিনার স্থাপনের ঘোষনা।

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ প্রতিটি আন্দোলনে বাঙালি জাতির দুর্জয় শক্তির  জোগানদাতা, প্রতি বাঙালির হৃদয়ে স্বাধীনতার বীজ বুনে যাওয়ার দিন এ দিন ২১ ফেব্রুয়ারি। আর একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সে চেতনায় ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি জাতি।

আগুনঝরা দ্রোহ আর বাঙালি সত্তার জাগরণে অমর একুশের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে হাতে অস্ত্র তুলে নিয়ে ছিলাম আমরা সেদিন। একাত্তর পরবর্তীতে আবারও ২১ ফেব্রুয়ারির চেতনা আন্দোলনের স্মারক হয়ে দাঁড়ায়। কিন্তু কোনো যুদ্ধেই সত্যিকারভাবে বিজয় অর্জিত হয়েছে বলে মনে হয়নি।

অনন্য গৌরবের এ দিনগুলো নিয়ে স্মৃতি কাতরতা আর কত যুগ! কতকাল!

সেই বেদনাদীর্ণ হৃদয়ে প্রবাসে ও একুশের অম্লান চেতনাকে ছড়িয়ে দেওয়ার উদ্যোগের সঙ্গে আইরিশ বাংলাদেশী সোসাইটি যুক্ত হয়েছে।

গত কাল অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আইরিশ বাংলাদেশী সোসাইটি কর্তৃক আয়োজিত ভার্চুয়াল আলোচনা ও “কবিতার আসর” অনুষ্ঠিত। অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আইরিশ বাংলাদেশী সোসাইটি কর্তৃক এক ভার্চুয়াল আলোচনা ও “কবিতার আসর” অনুষ্ঠিত হয়। উক্ত ভার্চুয়াল আলোচনা সভায় জনাব হামিদুল নাসিরের এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডক্টর জিন্নুরাইন জাইগিরদার, জনাব মোঃ মোস্তফা, সৈয়দ মোস্তাফিজুর রহমান, জহিরুল ইসলাম জহির, কাজি কবির, হারুন ইমরান, জাকারিয়া প্রধান, রুহুল তালুকদার, ওবায়দুর রহমান রুহেল, আনোয়ারুল হক, সাইফুজ্জামান তুহিন, আতিকুর রব, মো: কামাল উদ্দিন, আহমেদ সাদিক, রফিক, আরিফ ভুঁইয়া সহ প্রমুখ। সভায় জনাব হামিদুল নাসির আয়ারল্যান্ডের ডাবলিন সহ অন্যান্য শহরে শহীদ মিনার স্থাপন করার ইচ্ছা প্রকাশ করেন। সকল বাংলাদেশীদের আইরিশ বাংলাদেশী সোসাইটিকে সার্বিক সহযোগিতা করার আহবাম জানান।

এছাড়াও অমর একুশে ফেব্রুয়ারির ইতিহাস ও ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কানাডা প্রবাসী সালাম ও রফিকসহ কয়েকজন বাঙালি অবদান উল্লেখ করেন।

উক্ত ভার্চুয়াল কবিতার আসরে কবিতা আবৃত্তি করেন এ, কে, আজাদ , সৈয়দ মোস্তাফিজুর রহমান, ডক্টর জিন্নুরাইন জাইগিরদার, আব্দুল মান্নান মান, মো: শরীফ হাসানাত, সাইকা আলম।

SHARE THIS ARTICLE