আয়ারল্যান্ডে ভার্চুয়াল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গতকাল রোববার, ২৮শে ফেব্রুয়ারি বই মেলা আয়োজকদের পক্ষ থেকে সৈয়দ মুস্তাফিজুর রহমানের আহবানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি অপার্থিব (ভার্চুয়াল) অনুষ্ঠান আয়োজন করা হয়। সমগ্র আয়ারল্যান্ড থেকে বাংলাদেশীরা যুক্ত থেকে অনুষ্ঠানকে সফল করে তুলেন।



অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন, ডাবলিন থেকে জনাব মুহাম্মদ মুস্তাফা। প্রায় পাঁচ ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠানে একুশ বিষয়ক আলোচনা, কবিতা আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশন করেন কমিউনিটি ব্যাক্তিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে কোর’আন থেকে পাঠ করেন জনাব মিজানুর রহমান জাকির, বাইবেল থেকে পাঠ করেন ফ্র্যাংক, , গীতা থেকে পাঠ করেন সুপ্তা দাস এবং ত্রিপিটক থেকে পাঠ করেন দীলিপ বড়ুয়া। সূচনা বক্তব্য এবং পরবর্তিতে বইমেলা আয়োজকদের পরিচিতমূলক বক্তব্য দেন জনাব সৈয়দ মুস্তাফিজুর রহমান। 

জনাব সৈয়দ মুস্তাফিজুর রহমান গত বছরের ঐতিহাসিক বই মেলা আয়োজনের স্মৃতি চারণ করে, যারা বই মেলায় স্টল দিয়ে অংশগ্রহণ করেছিলেন, তাদের নাম প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামীতে আরও বৃহত্তর পরিসরে বই মেলা আয়োজনের প্রত্যয় ব্যাক্ত করেন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, ম্যানচেস্টার থেকে জনাব মীর গোলাম মুস্তাফা, কর্ক থেকে অজিতাভ রায় অভি, গলওয়ে থেকে জামাল বশির, ফাহিমা হ্যাপি, ডাবলিন থেকে দ্বৈত কণ্ঠে মাতা ইফফাত আরা এবং কন্যা নুদরাত।

কবিতা আবৃত্তি করেন আব্দুল মান্নান মান, দিলিপ বড়ুয়া, রুণা জলিল, সুস্মিতা, মশিউর রহমান, আরিফ আজিজ, মমতাজ কবির কলি এবং শায়লা শারমিন নিপা। এছাড়া স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনান জনাব ডাঃ জিন্নুরাইন জায়গীরদার এবং এ,কে, আজাদ।

আলোচনায় অনেকেই অংশগ্রহণ করেন, তাদের মধ্যে একুশের ভাষা আন্দোলন, বই মেলা, পাঠাগার স্থাপন ইত্যাদি সম্পর্কে আলোচনা হয়। একুশের ভাষা আন্দোলন ও বিবর্তন সম্পর্কে একটি প্রবন্ধ পাঠ করেন জনাব সাজেদুল চৌধুরী রূবেল।

উক্ত অনুষ্ঠানে কমিউনিটি বক্তব্য রাখেন,জনাব ডাঃ জিন্নুরাইন জাইগিরদার, ডাঃ রফিকুল ইসলাম, ডাঃ আরমান, লিমেরিক সিটির ডিপুটি মেয়র আজাদ তালুকদার, ডাবলিন সিটি কাউন্সিলর ইমন, ইকবাল মাহমুদ, মাসুদ সিকদার, আব্দুল হক, হামিদুল নাসির, জহিরুল ইসলাম জহির, শাহাদাত হোসেন, সাইফুল ইসলাম, জামাল বশির, আক্তার হোসেন, কাজী কবির, আনোয়ারুল হক আনোয়ার, জাকারিয়া প্রধান, জাহিদ মোমিন চৌধুরী, সৈয়দ জুয়েল, আবদুর রহিম ভুইয়া , আতিকুর রব শাহী, জসিম উদ্দিন , শাহীন মিয়া , শাকিব খান, এ,কে, আজাদ, রন্টি চৌধুরী, প্রভাষক আবদুস শহীদ, রবিউল আলম,মসিউর রহমান, আবদুল জলিল সহ আরো অনেক।


আয়োজকদের মধ্যে জনাব আক্তার হোসেন, কাজী কবির, আনোয়ারুল হক আনোয়ার সহ অন্যান্যদের সবাইকে ধন্যবাদ জানান অনুষ্ঠানে অংশ গ্রহন কারী বক্তাগণ।

২০২০ সালে ডাবলিনে আয়োজিত বই মেলার সফলতাকে সকলেই প্রশংসা করেন। ভবিষ্যতে এই বই মেলাকে অধিকতর ব্যাপকতায় আয়োজন করার জন্য অনেকেই দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সকলকেই উদ্বুদ্ধ করেছে বলেই অনুমিত হয়েছে। বক্তারা বারে বারেই এই ধরনের আরও অনুষ্ঠান আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন।


SHARE THIS ARTICLE