ইরাকের মার্কিন বিমানঘাঁটিতে রকেট হামলা

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমানঘাঁটিতে অন্তত ১০টি রকেট আঘাত হেনেছে। গতকাল বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে সেখানে রকেট হামলা হয় বলে জানিয়েছেন ইরাকে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল ওয়েন মারোত্তো। এদিকে ইরাকের সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, এ হামলায় বেশি কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঘটনার বিস্তারিত তথ্য জানায়নি তারা। খবর: আল জাজিরা।

ইরাকের আইন আল-আসাদ বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র, জোট এবং ইরাকি বাহিনীর অবস্থান রয়েছে। আনবার প্রদেশের এই ঘাঁটিতে সকালে

প্রায় ১৩টি রকেট আঘাত হানে বলে জানিয়েছে বাগদাদ অপারেশন কমান্ডের কর্মকর্তারা। প্রায় আট কিলোমিটার দূর থেকে এসব রকেট ছোড়া হয় বলে জানান তারা। নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বাইয়াদার এলাকা থেকে এসব রকেট ছোড়া হয়।

গত ২৬ ফেব্রুয়ারি মার্কিন বাহিনী ইরাকের সিরিয়া সীমান্তে ইরান সমর্থিত গোষ্ঠীর অবস্থানে হামলা চালানোর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সেনা অবস্থানে হামলার ঘটনা ঘটল। সেদিন ইরান সমর্থিত কাতাইব হিজবুল্লাহ ও কাতাইব সায়িদ আল-শুহাদা গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অধীনে সেটাই ছিল ওই গোষ্ঠীর বিরুদ্ধে প্রথম সামরিক পদক্ষেপ।

দৃশ্যত মার্কিন হামলার জবাবে আইন আল-আসাদ বিমানঘাঁটিতে যখন পাল্টা রকেট হামলার ঘটনা ঘটলো তার দু’দিনের মাথায় ইরাক সফরে যাচ্ছেন পোপ ফ্রান্সিস। আগামী ৫ থেকে ৮ মার্চ ইরাক সফর করবেন তিনি।

SHARE THIS ARTICLE