সংসদ সদস্য মাহমুদ উস সামাদ আর নেইঃ প্রধানমন্ত্রীর শোক প্রকাশ (ভিডিও)

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী আর নেই। গতকাল বৃহস্পতিবার (১১ মার্চ) বেলা আড়াইটার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।উল্লেখ্য, গত রবিবার রাতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় এমপি সামাদকে। পরের দিন সোমবার (৮ মার্চ) সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। বিকেলে ফল পজিটিভ আসে। গত এক মাস আগে তিনি করোনা টিকা দেন। টিকা নেওয়ার এক মাসের মাথায় ভাইরাসে আক্রান্ত হন এই সংসদ সদস্য।

SHARE THIS ARTICLE