আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা রফতানি সাময়িকভাবে বন্ধ করেছে ভারত। জানা গেছে, দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বুধবার (২৪ মার্চ) ভারতে প্রায় ৪৭ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং অন্তত ২৭৫ জনের মৃত্যু হয়েছে। এটি দেশটিতে এ বছরের সর্বোচ্চ দৈনিক শনাক্ত। পাশাপাশি, আগামী ১ এপ্রিল থেকে ভারতে ৪৫ বছর বয়সীদের টিকা দেওয়া শুরু হচ্ছে। দেশটির কর্মকর্তারা ধারণা করছেন, ভ্যাকসিন নেওয়ার চাহিদা আরও বাড়বে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রফতানি বন্ধের সিদ্ধান্ত অস্থায়ী। এখন ঘরোয়া চাহিদাকে অগ্রাধিকার দিতে হবে। এপ্রিল মাস পর্যন্ত ভ্যাকসিন সরবরাহের উপর চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মে মাসে পরিস্থিতি অনুকূল হতে পারে। তখন কমপক্ষে একটি অতিরিক্ত ভ্যাকসিনকে জরুরি অনুমোদন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
আরও বলা হয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী গত বৃহস্পতিবার থেকে ভারত কোনো ভ্যাকসিন রফতানি করেনি। এ বিষয়ে দেশটির সরকার বা সিরাম ইন্সটিটিউট কোনো আনুষ্ঠানিক মন্তব্যও জানায় নি।