আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ আয়ারল্যান্ডে যথাযোগ্য উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় দিবস এবং গৌরবোজ্জ্বল স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপিত হয় গতকাল ২৬শে মার্চ ২০২১।
ভার্চুয়াল এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আয়ারল্যান্ডের মিনিস্টার অব স্টেট ফর স্কিলস এন্ড ফারদার এডুকেশন, নাইল কলিন্স, টি ডি, ক্লাইমেট একশন কমিটির চেয়ারম্যান ব্রায়ান লেডীন, টি ডি, ম্যালকম বায়ার্ন, সিনেটর ফর দি কালচারাল এন্ড এডুকেশনাল প্যানেল, নির্বাচিত কাউন্সিলর ডেপুটি মেয়র জনাব আজাদ তালুকদার এবং কাউন্সিলর কাজি মোশ্তাক আহমেদ ইমন।
অতিথিরা বাংলাদেশের সুবর্ন জয়ন্তীতে সকলকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে বাংলাদেশের সাথে আয়ারল্যান্ডের দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরেন। নাইল কলিন্স ও ব্রায়ান লেডীন বৈশ্বিক পরিবেশ উন্নয়নে বাংলাদেশের পাশাপাশি থেকে কাজ করে যাওয়ার কথা ব্যাক্ত করেন। আজাদ তালুকদার এবং কাজি আহমেদ দুজনেই অনুষ্ঠাম্নের সফলতা কামনা করেন এবং বিশিষ্ট অতিথিদের ধন্যবাদ প্রদান করেন। অনুষ্ঠানে অতিথিদের পরিচয় করিয়ে দিয়ে বাংলাদেশ এবং স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে আলোকপাত করেন ডাঃ জিন্নুরাইন জায়গিরদার।
স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উৎসব অনুষ্ঠান বিকাল ২:৩০ মিনিটে শুরু হয়ে প্রায় ৬ ঘণ্টা পর্য্যন্ত চলে। এই অনুষ্ঠানে প্রথম অংশে কোরান তেলাওয়াত, গীতা, বাইবেল এবং ত্রিপিটক থেকে পাঠ করে শোনান হয়। এরপর মেসেজ শিল্পী গোষ্ঠীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় হামদ, কবিতা ও দেশের গান। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে শিশুদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি এবং বাংলা গান পরিবেশন করে তাহলিন হাসান, ইহান কবির এবং আবিয়ান আহমেদ। এরপরের অংশে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে স্বরচিত কবিতা আবৃত্তি করেন হামিদুল নাসির এবং কামরুন্নাহার রুনু, মমতাজ কবির কলি এবং সুপ্তা দাশও কবিতা আবৃত্তি করেন। সংগীত পরিবেশন করেন শাব্বির, রুনা জ্বলিল, হাসান এবং হ্যাপি, আরও কবিতা আবৃত্তি করেন আব্দুল মান্নান মান ও আরিফ আজিজ।
সুবর্ন জয়ন্তী অনুষ্ঠানের পরের অংশে বাংলাদেশ থেকে জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী এবং হৈমন্তী রক্ষিত দাস এক ঘণ্টার বেশী সময় ধরে জনপ্রিয় কিছু গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আনোয়ারুল হক আনোয়ারুল, কাজি কবির, মশিউর রহমান এবং মনিরুজ্জামান মানিক। এই অনুষ্ঠান আয়োজনে আহবায়ক ছিলেন জনাব মুহাম্মাদ মুস্তাফা, সাইয়েদ মুস্তাফিজুর রহমান এবং ডাঃ জিন্নুরাইন জায়গীরদার। মূল অনুষ্ঠান বি ডি ফুডের সৌজন্যে পরিবেশিত হয়।
ভার্চুয়াল এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীরা জুমে প্রত্যক্ষ অংশগ্রহণ করেন এবং অল বাংলাদেশী এসোসিয়েশন অব আয়ারল্যান্ডের ফেইসবুক পেইজ থেকে সমগ্র অনুষ্ঠান সরাসরি ফেইসবুকে স্ট্রিমিং করা হয়।