
আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ আগামী ৯ এপ্রিল ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা করতে দেশটির প্রেসিডেন্টের বিশেষ বার্তা নিয়ে তিনি ঢাকায় আসবেন।
জলবায়ু শীর্ষ সম্মেলন আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের আগে অগ্রাধিকারের বিষয়বস্তু ঠিক করতে আলোচনা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ এ দূত।
এদিকে জন কেরির সফরসূচি এখনো চূড়ান্ত করা হয়নি। ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
প্রসঙ্গত, জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিতে থাকা দেশ বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের বিভিন্ন দেশগুলোর মধ্যে এ বিষয়ে আলোচনায় সব সময় বাংলাদেশ সামনের সারিতে।