পার্বত্য ৩ জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সব পর্যটনকেন্দ্র দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় জেলা প্রশাসন। আজ বুধবার পৃথক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকেই তিন পার্বত্য জেলার পর্যটনকেন্দ্রগুলো দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে। আবাসিক হোটেল, মোটেল খোলা রাখতে হলে মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি।

করোনা পরিস্থিতি অবনতির কারণেই পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পার্বত্য তিন জেলাার প্রশাসন।

এদিকে পর্যটনকেন্দ্র বন্ধের পাশাপাশি রাঙামাটিতে রাত আটটার পর বিপণিবিতান, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘কোভিড সংক্রমণে করণীয় নির্ধারণে’ আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় পর্যটন কেন্দ্রগুলো দুই সপ্তাহের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হলেও পরিস্থিতি বিবেচনায় সময় আরও বাড়তে পারে বলেও আভাস দেওয়া হয়েছে। জরুরি এ সভায় রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান সভাপতিত্ব করেন।

SHARE THIS ARTICLE