এ,কে,আজাদ- আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ সদা হাস্যজ্জ্বোল সাদা মনের মানুষ আমাদের এই জাফর ভাই। জীবন ও জীবিকার তাগিদে দীর্ঘ ১৯ বছর থেকে দেশের বাহিরে তিনি বাস করছেন। বাংলাদেশ থেকে সাউথ আফ্রিকা হয়ে তিনি লন্ডন আসেন এবং পরবর্তীতে লন্ডন থেকে আয়ারল্যান্ড আসেন ২০১৪ সালে আয়ারল্যান্ডে বৈধতা পান। ছোটবেলায় বাবাকে হারানো এই জাফর ভাইয়ের পরিবারে মা ছাড়া আর কেহ নেই। ১৯টি বছর প্রিয় মায়ের মুখ দেখেন নি। ২০০৮ সাল থেকে এই পর্যন্ত তিনি জীবনের প্রতিটি পদক্ষেপ আমার সাথে শেয়ার করতেন। একবার আমার সাথে কথা শুরু করলে ২/ ৩ ঘন্টা পর্যন্ত কথাই বলে যেতেন। গত রবিবার আমাকে দেশে যাওয়ার কথা বললেন। মায়ের ও মামা মামীর পছন্দের মেয়ে বিয়ে করবেন জানালেন। মাকে তার ভীষণ মনে পড়ছে, এবার দেশে যাওয়া আর মিস হবেনা।
অত্যন্ত মেধাবী হওয়া স্বত্তেও তিনি ছিলেন সহজ সরল ও নিরহংকার। এই মানুষটি গত সোমবার (৫ই এপ্রিল ) রাত ৮টায় কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন, মনে করা হচ্ছে তার হার্ট এটাক হয়েছে। বর্তমানে তিনি আয়ারল্যান্ডের গলওয়ে ইউনেভারসিটি হাসপাতালে আইসিইউতে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন। জানিনা উনাকে হারিয়ে ফেলবো কিনা? সকলের কাছে উনার জন্য দোয়া ভিক্ষা চাই, দুহাত তুলে আপনারা সবাই এই মানুষটির জন্য আল্লাহ’র নিকট দয়া ভিক্ষা করুন, আল্লাহ যেন উনাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমিন