
মাটির পুতুল
“সৈয়দা সুলতানা রুমা”
মাটির তৈরি দেহ মোদের
দুনিয়ার মোহে মশগুল ,
যেন খেলা শেষে সাজানো এক
দমছাড়া মাটির পুতুল।
তবুও তো কতো বড়াই
করছে কতো মাতামাতি,
কাকে মেরে কে বাঁচিবে
চলছে কেমন হাতাহাতি!
রঙ্গরসের চলছে মেলা
ভাবছো পাইছি দারুণ জীবন,
কে ঠেকাবে আমিই রাজা
সাম্রাজ্য সব আমারি ধন।
আকাশ ছোঁয়া অট্টালিকা
সাথে কতো বিলাসীতা,
গাড়ি -বাড়ি সবই ধোঁকা
মাটির নিচে থাকবে একা।
বেলা শেষে মিছে জীবন
মিছে তোমার বাড়ি-ঘর,
মসিবত তো আখিরাতে
দেখবে যখন সবাই পর।
টাকার মোহে বাঁচার মোহে
কি করছো আগে পরে,
কড়া হিসেব নিবেন আল্লাহ
কঠিন সেই রোজ হাশরে।
চিত্ত তোমার শুদ্ধ হবে
ইবাদতে মশগুল,
দেহঘড়ি বন্ধ হলেই
শুধু একখান মাটির পুতুল।