অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচনের সুযোগ নেই: রাষ্ট্রপতি

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে নির্বাচনে আসার অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই সাথে তিনি বলেছেন, অনির্বাচিত সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনের সুযোগ নেই। সংবিধান অনুযায়ী স্বাধীন কমিশন নিরপেক্ষ নির্বাচন করবে।

বুধবার (১৭ মে) দুপুরে পাবনার ডায়াবেটিক সমিতি পরিদর্শনে এসে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এক সময় বাংলাদেশে অনির্বাচিত সরকারের প্রয়োজন ছিল। বর্তমানে অনির্বাচিত সরকারের অধীনে কোনো রকম নির্বাচন হওয়ার সুযোগ নেই। আইন অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাআল্লাহ।

একই সাথে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সব ষড়যন্ত্র ও নৈরাজ্যকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার অনুরোধ করেন তিনি।

জনগণই ক্ষমতার উৎস উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ যেভাবে অগ্রসর হচ্ছে, সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সব অপশক্তিকে প্রতিহত করবেন এবং তাদের মাথা উঁচু করার কোনো সুযোগ দেবেন না।

দেশবাসীর উদ্দেশে রাষ্ট্রপ্রধান বলেন, গণতন্ত্র যাতে তমসাচ্ছন্ন না হয়। কোনো অশুভ শক্তি যেন এখানে ভর করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন।

রাষ্ট্রপতি বলেন, পাবনা ডায়াবেটিক সমিতি মানুষের স্বাস্থ্য সেবায় নিরলসভাবে কাজ করছে। সাধারণ মানুষ এখানে স্বল্প মূল্যে সেবা পায়। মানুষের সেবায় অবদান রাখায় ডায়াবেটিক সমিতির কর্মকর্তা, কর্মচারীদের ধন্যবাদ জানান তিনি।

নাগরিক সংবর্ধনায় পাবনার মানুষের ভালোবাসায় কৃতজ্ঞতা জ্ঞাপন করে রাষ্ট্রপতি বলেন, আঞ্চলিক রাজনৈতিক প্রভাবে পাবনায় যমুনা নদীতে সেতু হয়নি। সরকারের ধারাবাহিকতা থাকলে আগামীতে পাবনার মানুষের সব দাবি পূরণ হবে।

পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা বেবী ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, পাবনা নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী, ডা. মনোয়ারুল আজিজ প্রমুখ।

বক্তারা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে পাবনা ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে তার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

SHARE THIS ARTICLE