
“অনুভূতি”
“সৈয়দা সুলতানা রুমা”
ভালোবাসা মানে,
উজ্জ্বল আগামীর স্বপ্ন আঁকা
ভালোবাসা মানে,
বাবা-মায়ের অসীম ত্যাগ
অন্তরে পুষে রাখা।
ভালোবাসা মানে,
ভাই-বোনের মিষ্টি খুঁনসুটি
ভালোবাসা মানে,
বিশ্বস্ত প্রেমের রঙ ছড়ানো জুটি।
ভালোবাসা মানে,
স্বামী -স্ত্রীর দারুণ বোঝাপড়া
ভালোবাসা মানে,
পরিজন নিয়ে সুখী জীবন গড়া।
ভালোবাসা মানে,
প্রিয় সন্তানের উদ্ভাসিত জীবন
ভালোবাসা মানে,
সৃষ্টির তরে সৌহার্দ্য আচরণ।
ভালোবাসা মানে,
কিছুটা সুখ বঞ্চিতদের দেয়া
ভালোবাসা মানে,
নিপীড়িতদের একটু খবর নেয়া।
ভালোবাসা মানে,
সৃষ্টির তরে নিজেকে সমর্পণ
ভালোবাসা মানে,
গুরুজনের প্রতি ভক্তি প্রদর্শন।
ভালোবাসা মানে,
প্রভুর নেয়ামতের সদা শোকর আদায়,
ভালোবাসা মানে,
লোভ,হিংসা আর বেহায়াপনার চিরবিদায়।