অস্কারের ৯৩ তম আসরে যাচ্ছে বাংলাদেশের ছবি “ইতি তোমারই ঢাকা”

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ২০২১ সালের এপ্রিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের ৯৩তম আসর। এবারের এই আন্তর্জাতিক আসরের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশী ভাষায় প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশ থেকে প্রতিযোগী হতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের অমনিবাস চলচ্চিত্র ‘ইতি তোমারই ঢাকা’।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে আশির্বাদ চলচ্চিত্রের কার্যালয়ে আবেদনকৃত দুটি ছবি “ইতি তোমারই ঢাকা” এবং “মেইড ইন বাংলাদেশ” এই দুটি ছবি দেখার পর অস্কার বাংলাদেশ কমিটি ‘ইতি তোমারই ঢাকা’ ছবিকে চূড়ান্ত করে।

ঢাকা শহরে বাস করা এগার ধরনের মানুষকে ঘিরে নির্মিত এই অমনিবাস চলচ্চিত্রে ১১ জন পরিচালক ১১ টি গল্পের সমাহার ঘটিয়েছেন। জীবন্ত একটি রাজধানীর বুকে বিভিন্ন পেশা এবং জীবিকার মানুষের জীবন যুদ্ধে টিকে থাকার যন্ত্রণার প্রকাশ ঘটানোর প্রয়াস ছিল এই ভিন্ন ধর্মী চলচ্চিত্রটিতে। বাংলাদেশের চলচ্চিত্র অংগনে এধরনের বহুবিধ গল্পের সমষ্টিতে অমনিবাস চলচ্চিত্র এই প্রথম নির্মিত হলো।

দুই মাস পেছালো অস্কার

ইতি তোমারই ঢাকা ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, নুহাশ হ‌ুমায়ূন, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ, তামিন নূর ও তানভীর আহসান।

চলচ্চিত্রটিতে অর্ধ শতাধিক অভিনয়শিল্পী অভিনয় করেছেন, তাদের মধ্যে – ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, নুসরাত ইমরোজ তিশা, শ্যামল মাওলা, অর্চিতা স্পর্শিয়া, অ্যালেন শুভ্র, মোস্তফা মনোয়ার, মনোজ প্রামাণিক, ইয়াশ রোহান, রওনক হাসান, শেহতাজসহ আরও অনেকে রয়েছেন।

“অস্কার” হিসাবে পরিচিত একাডেমি পুরষ্কারগুলি চলচ্চিত্র জগতের শৈল্পিক এবং প্রযুক্তিগত যোগ্যতার পুরষ্কার হিসেবে প্রদান করা হয়ে থাকে। বিশ্বে বিনোদন শিল্পের এটি সবচেয়ে বিখ্যাত এবং মর্যাদাপূর্ণ পুরষ্কার হিসাবে বিবেচিত। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) দ্বারা প্রতিবছর এই পুরষ্কার প্রদান করা হয়। বিভিন্ন বিভাগের বিজয়ীদের ট্রফি হিসাবে স্বর্ণের ক্ষুদ্র মূর্তি প্রদান করা হয়, আনুষ্ঠানিকভাবে তাকে “একাডেমি অ্যাওয়ার্ড অফ মেরিট” বলা হয়, যদিও সাধারণত এটি “অস্কার” নামেই পরিচিত।

পরিবর্তন হচ্ছে অস্কারের ৯৩ বছরের ঐতিহ্য

৯২ তম একাডেমি পুরষ্কার ২০২০ সালের ৯ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। আগের অনুষ্ঠানের মতো এই অনুষ্ঠানেও কোনও হোস্ট ছিল না। অনুষ্ঠানটি এবিসিতে সম্প্রচারিত হয়েছিল। এটি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে টানা ১৮তম বছরের অনুষ্ঠান ছিল। ১৯২৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মোট ৩১৪০টি অস্কার পুরষ্কার ইতিমধ্যে প্রদান করা হয়েছে । গতবারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম এওয়ার্ড জিতেছিল দক্ষিণ কোরিয়ায় নির্মিত ফিচার ফিল্ম “প্যারাসাইট”।

তথ্যসূত্রঃ বিডি নিউজ ২৪।কম

SHARE THIS ARTICLE