আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃপ্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। গতকাল শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল থেকেই প্রবল শ্বাসকষ্টে ভুগছিলেন ‘মুন্না ভাই’খ্যাত এই অভিনেতা। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা তার করোনা টেস্ট করেন। তবে টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু কী কারণে তার শ্বাসকষ্ট, তা এখনো জানা যায়নি। চিকিৎসকরাও এই ব্যাপারে কোনো কথা বলেননি।