আগামী কাল থেকে আয়ারল্যান্ডে NCT ও ড্রাইভিং থিউরী টেষ্ট সেন্টার পূনরায় খোলা হচ্ছে

এ, কে, আজাদ – আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ আয়ারল্যান্ডে াগামী কাল সোমবার থেকে ১৫ টি এনসিটি কেন্দ্র ও ৪৩টি ড্রাইভিং থিউরী টেষ্ট কেন্দ্র আজ সোমবার থেকে আবার খোলা হচ্ছে। খোলার সাথে সাথে এনসিটির পর্যায়ক্রমিক পুনঃসূচনা শুরু হবে। আরও কেন্দ্র পুনরায় চালু করার বিষয়টি আগামী সপ্তাহগুলিতে ঘোষণা করা হবে এবং আপডেটগুলি এনসিটিএস.ই পোস্ট করা হবে।
ড্রাইভিং থিউরী টেষ্ট এর পরীক্ষার্থীরা তাদের পরীক্ষাগুলি অনলাইনে বুক করতে পারবে। ড্রাইভার লাইসেন্স সার্ভিসেস খোলার মাধ্যমে যারা থিউরী টেষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের একটি লার্নার পার্মিটের (L লাইসেন্সের) জন্য আবেদন করতে পারবেন। ড্রাইভার পরীক্ষা কেন্দ্র আপাদত খোলা হচ্ছে না।

SHARE THIS ARTICLE