আজ মেট্রোরেলের উদ্বোধনের মধ্যদিয়ে যোগাযোগের নতুন দিগন্তে বাংলাদেশ

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ যানজটের রাজধানী ঢাকায় গণপরিবহনে যাতায়াতকারীদের সময় মতো গন্তব্যে পৌঁছানো এক স্বপ্নের মতো ব্যাপার। যানজটের ভোগান্তি থেকে রেহাই পেতে গণপরিবহনে মেট্রোরেলকে যুক্ত করার দাবি দুই দশকের। সেই দাবি ও স্বপ্নের ভ্রমণ আজ সত্যি হতে যাচ্ছে। আজ বুধবার (২৮ ডিসেম্বর) বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকার প্রথম মেট্রোরেল লাইন (উত্তরা-মতিঝিল) নির্মাণ কাজ ২৬ জুন ২০১৬ সালে শুরু হয়।  আজ এ লাইনের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধনের মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্তে প্রবেশ করবে বাংলাদেশ।

মেট্রোরেলের স্বপ্নযাত্রা শুরু হয় ২০১২ সালের ১৮ ডিসেম্বর, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় এ মেগা প্রকল্পটির অনুমোদন দেন। তিনিই  আজ মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করবেন। আর তিনিই প্রথম টিকিট সংগ্রহ করে হবেন প্রথম যাত্রী।

জনসাধারণের জন্য স্বপ্নের এই বাহনের দ্বার খুলবে প্রাথমিক পর্যায়ে শুধু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। আপাতত সীমিত যাত্রী নিয়ে চলবে। যাতে যাত্রীরা ১০ মিনিটেই এই পৌনে ১২ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে।

ডিসেম্বরে কি চালু হবে মেট্রোরেল

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানিয়েছেন, জনগণের স্টেশনে পরিচিতি ও ট্রেন ব্যবহারে অভ্যস্ততা গড়ে তুলতে চলাচল সীমিত করা হয়েছে। আগামী বছরের ২৬ মার্চ পর্যন্ত উত্তরা থেকে আগারগাঁও স্টেশনেই থামবে ট্রেন। চলাচলকারী ছয় কোচ যুক্ত ১০টি ট্রেনই তার পূর্ণ সক্ষমতার ২৩০৮ জন যাত্রী নিয়ে চলবে।

দেশের যোগাযোগ ব্যবস্থায় এ বৃহৎ অবকাঠামো উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সকাল ১১টায় রাজধানী উত্তরার ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের মাঠে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে এ মাঠে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে সকাল ১১টা ১৫ মিনিটে ভাষণ দেবেন। সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেবেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

মেট্রোরেল চালু হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে

তিনি আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী উত্তরা উত্তর স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবুজ রঙের পতাকা উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধন করবেন। এরপর তার জন্য সংরক্ষিত আসনে চড়বেন।

মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ বা বাংলাদেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন ঢাকা মহানগরবাসীর বহু প্রতীক্ষিত স্বপ্ন। এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশের শুভ উদ্বোধনের মাধ্যমে মহানগরবাসীর সেই স্বপ্ন পূরণ হলো। মেট্রোরেল উদ্বোধনের এ মাহেন্দ্রক্ষণে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

যোগাযোগের নতুন দিগন্তে বাংলাদেশ

রাষ্ট্রপতি আবদুল হামিদ তার বাণীতে মেট্রোরেলের উদ্বোধনকে বর্তমান আওয়ামী লীগ সরকারের আরেকটি সাফল্য হিসেবে অভিহিত করেছেন।

রাষ্ট্রপতি বলেন, মেট্রোরেল চালুর মাধ্যমে ঢাকা মহানগরী তথা দেশের যোগাযোগ ও আর্থ-সামাজিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। ব্যবসা-বাণিজ্যে বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রেও এর সুফল পাওয়া যাবে।

এক নজরে মেট্রোরেল

দৈর্ঘ্য

এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত মোট দৈর্ঘ্য প্রায় ২২ কিলোমিটার (২১ দশমিক ২৬ কিলোমিটার)।

ব্যয়

উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের অবকাঠামোর পেছনে খরচ হচ্ছে প্রায় ৩১ হাজার ৪৭২ কোটি টাকা।

স্টেশনসমূহ

উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ১৭টি। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি।

উত্তরা উত্তর-উত্তরা সেন্টার-উত্তরা দক্ষিণ-পল্লবী-মিরপুর ১১- মিরপুর ১০- কাজীপাড়া-শেওড়াপাড়া-আগারগাঁও-বিজয় সরণি-ফার্মগেট-কারওয়ান বাজার-শাহবাগ- ঢাকা বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ সচিবালয়- মতিঝিল এবং কমলাপুর।

যাত্রী পরিবহনের সক্ষমতা

ঘণ্টায় ৬০ হাজার ও দৈনিক ৫ লাখ (উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত)।

মেট্রো ট্রেনের সংখ্যা

ছয়টি কোচ বিশিষ্ট ২৪টি ট্রেন। তবে ভবিষ্যতে ট্রেনগুলো আট কোচে উন্নীত করা যাবে।

কোচের যাত্রী পরিবহন সক্ষমতা

মাঝের ৪টি কোচের প্রতিটিতে সর্বোচ্চ ৩৯০ জন

ট্রেইলর কোচের প্রতিটিতে সর্বোচ্চ ৩৭৪ জন

ট্রেনে মোট আসন সংখ্যা ২৩০৮টি।

সর্বোচ্চ গতি

ঘণ্টায় ১০০ কিলোমিটার।

যোগাযোগের নতুন দিগন্তে বাংলাদেশ

যাতায়াতের সময়

১৬টি স্টেশনে থেমে সময় লাগবে ৩৮ মিনিট (উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত)। উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত যে অংশের উদ্বোধন হচ্ছে সেই অংশে কোনও স্টেশনে না থেমে স্টপেজসহ ১৭ মিনিট এবং স্টপেজ ছাড়া ১০ মিনিট সময় লাগবে।

ভাড়া

প্রতি  কিলোমিটারে ভাড়া ৫ টাকা

সর্বনিম্ন ভাড়া ২০ টাকা

উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া লাগবে ৬০ টাকা

উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া ১০০ টাকা।

SHARE THIS ARTICLE