আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ গেলো শুক্রবার থেকে হঠাৎ করে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে।

এর আগে টানা বেশ কিছুদিন স্বর্ণের দাম বেড়েছে।

তবে আন্তর্জাতিক বাজারে কমলেও বাংলাদেশের বাজারে এখনো স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে।

গত ২ আগস্ট প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ১০ ডলার।

পরদিন বেড়েছে ২ ডলার, ৪ আগস্ট বেড়েছে ৩৯.৬৫ ডলার আর ৫ আগস্ট প্রতি আউন্স স্বর্ণের দাম বাড়ে ২৭.১৫ ডলার। ৬ আগস্ট সোনার বাজার থামে ২০৬৫.৪১ ডলারে।

এদিন প্রতি আউন্স স্বর্ণের দাম বাড়ে ২৩.৩০ ডলার।

শুক্রবার হঠাৎ করে স্বর্ণের দাম প্রায় ৪২ ডলার কমে ২০২৮.১১ ডলারে বিক্রি হয়।

এদিন একবারের জন্যও আগের দিনের দাম পার করতে পারেনি সোনা।

গোল্ড প্রাইসের সরাসরি হাল নাগাদ পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে।

SHARE THIS ARTICLE