আফগানিস্তান নিয়ে ভারতের বৈঠকে পাকিস্তান ও চীন যোগ দেয়নি

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘দিল্লি রিজিওনাল সিকিউরিটি ডায়লগ’ এ অংশগ্রহনকারী দেশগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখা যাচ্ছে। নভেম্বর ১০, ২০২১

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ ভারতের উদ্যোগে আফগানিস্তান নিয়ে এই প্রথম অনেকগুলি দেশকে নিয়ে দিল্লিতে বৈঠক হলো। বুধবার এই বৈঠকে যোগ দিয়েছিলেন রাশিয়া, ইরান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরঘিজস্তান, তুর্কেমেনিস্তান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা(এনএসএ)। আমন্ত্রণ সত্ত্বেও আসেননি পাকিস্তান ও চীনের এনএসএ। চীন জানিয়েছে, এই সময়ে তাদের আসা সম্ভব নয়। আর পাকিস্তান বলেছে, যারা আফগানিস্তানের পরিস্থিতি খারাপ করেছে, তারাই এখন এই ধরনের বৈঠক করছে, সেখানে যোগ দেয়ার প্রশ্ন নেই।

চীন ও পাকিস্তানের মনোভাব থেকে স্পষ্ট, তালেবান শাসিত আফগানিস্তান নিয়ে ভারত কোনোভাবে প্রভাব বিস্তার করুক, তা তারা চায় না। এমনিতে আফগানিস্তানের সঙ্গে ভারতের কোনো সীমান্ত নেই। তা সত্ত্বেও কেন ভারত এই বৈঠক ডেকেছে, তা বৈঠকের গোড়াতেই স্পষ্ট করে দিয়েছেন অজিত দোভাল। তিনি বলেছেন, ”আফগানিস্তানে কিছু ঘটলে তার প্রভাব পুরো অঞ্চলে পড়ে। তাই এই অঞ্চলের দেশগুলির আফগানিস্তান নিয়ে ঘনিষ্ট সহযোগিতা দরকার। এটাই হলো আফগানিস্তান নিয়ে আলোচনা করার জন্য সব চেয়ে ভাল সময়।”

এর আগে রাশিয়ার উদ্যোগে আফগনিস্তান নিয়ে দুইটি বৈঠক হয়েছে। সেই পথ ধরেই ভারতের এই উদ্যোগ। সাতটি দেশের এনএসএ বা নিরাপত্তা উপদেষ্টারা মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও দেখা করেছেন এবং কথা বলেছেন।

SHARE THIS ARTICLE