এ,কে, আজাদ – আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গতকাল মধ্যরাত থেকে আয়ারল্যান্ডে বিমান ভ্রমণের ক্ষেত্রে একটি নতুন ইউরোপিয়ান ইউনিয়ন (ই ইউ) “ট্র্যাফিক লাইট পদ্ধতি- কার্যকর হয়েছে”।
এ পদ্ধতির আওতায়, ইউরোপীয় সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন এন্ড কন্ট্রোলের পক্ষ থেকে প্রতি সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের প্রতিটি অঞ্চলকে কোভিড-১৯ ঝুঁকির তিনটি স্তর, সবুজ, কমলা এবং লাল এই তিন স্তরে চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করবে।
সবুজ অঞ্চল থেকে যারা আয়ারল্যান্ডে আসবেন তাদের চলাচলে আর কোন সীমাবদ্ধতা থাকবে না কিংবা কোন কোভিড-১৯ পরীক্ষার প্রয়োজন হবে না। কমলা অঞ্চল থেকে আগত যাত্রী, যাদের বিগত ৭২ ঘণ্টার মধ্যে কোভিড -১৯ টেস্টের নিগেটিভ ফলাফল রয়েছে, তাদের জন্য চলাচল সীমাবদ্ধ করার প্রয়োজনীয়তা নেই বলে পরামর্শ দেওয়া হচ্ছে। লাল অঞ্চল থেকে আগত যাত্রীদের অবশ্যই ১৪ দিনের জন্য তাদের চলাচল সীমাবদ্ধ রাখতে হবে।
বিগত ১৪ দিনে প্রতি ১ লক্ষ জনসংখ্যায় কতটি কোভিড-১৯ টেস্ট করা হলো এবং কতজন পজিটিভ হলো, তার উপর ভিত্তি করে বিভিন্ন দেশের রঙের স্তর নির্ধারন করা হবে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশ রেড জোনে রয়েছে।
সুনির্দিষ্ট কিছু অত্যাবশ্যক শ্রেণীর ভ্রমণকারীদের চলাচল সীমাবদ্ধ করতে হবে না। এদের মধ্যে অত্যাবশ্যক কর্মী, অপরিহার্য ব্যাবসা কিংবা পারিবারিক কারণে ভ্রমণ (যেমন অন্ত্যেষ্টিক্রিয়া) এবং অত্যাবশ্যক চিকিৎসার প্রয়োজনে ভ্রমণ অন্তর্ভুক্ত।
ডেনমার্কের মিনক জনগোষ্ঠীতে সার্স কোভ-২ ভাইরাসের নূতন রূপ ধরা পড়ার কারণে ডেনমার্ক থেকে আয়ারল্যান্ডে আগত সকল যাত্রীদের অবশ্যই ১৪ দিনের চলাচলের সীমাবদ্ধতা পালন করতে হবে।
উল্লেখযোগ্য যে, আয়ারল্যান্ড বর্তমানে ৫ম স্তরের বিধিনিষেধের আওতায় থাকার কারণে, সকল নাগরিকের প্রতি, অত্যাবশ্যক নয় এরকম যে কোন আন্তর্জাতিক ভ্রমণ না করার পরামর্শ অব্যাহত আছে”।
এদিকে একটি আইরিশ স্বাস্থ্যসেবা সংস্থা প্রকাশ করেছে যে আগামী বৃহস্পতিবার থেকে কর্ক এবং শ্যানন বিমানবন্দরে দুটি ড্রাইভ-থ্রু কোভিড-১৯ পরীক্ষা কেন্দ্র খোলা হবে। রকডক জানিয়েছে যে, ই ইউ ট্রাফিক লাইট পদ্ধতির সাথে সামঞ্জস্য রেখে যাত্রা পূর্ব কোভিড টেস্ট করার ব্যাবস্থা থাকবে। পরীক্ষার ফলাফল কয়েক ঘণ্টার মধ্যে পাওয়া যাবে। বেসরকারি পরীক্ষার জন্য প্রতি যাত্রিকে ১৪৯ ইউরো ফি প্রদান করতে হবে।
তথ্যসূত্রঃ আর টি ই, দা সান