আরাভ খানের ফাইল দুবাইয়ে পাঠানো হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ দুবাইয়ে সোনার শো-রুমের মালিক হওয়া বাংলাদেশি আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে আপন ওরফে হৃদয়কে দেশে ফেরাতে কাজ করছে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ মিশন। পুলিশ কর্মকর্তা হত্যা মামলার এ আসামির সব তথ্য যোগ করে দুবাইয়ে সংশ্লিষ্ট জায়গায় পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।

সেহেলী সাবরীন বলেন, আরাভ খানকে দেশে ফিরিয়ে আনার জন্য যে ফাইল বা কাগজপত্রগুলো, সেগুলো সত্যায়ন করে সংযুক্ত আরব আমিরাতের যে মিশন (বাংলাদেশের) সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে (আমিরাতের) পাঠিয়েছে। আরাভ সংশ্লিষ্ট কোনো অগ্রগতি থাকলে পরবর্তীতে গণমাধ্যমকে জানানো হবে।

SHARE THIS ARTICLE