আসছে ভ্যাকসিন, আর হবে না ম্যালেরিয়া

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্ক বাড়িয়েছে। গত দুই বছর ধরে গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে করোনা। এ নিয়ে বিপুল আলোচনা হচ্ছে দেশে দেশে। কিন্তু এরই মধ্যে নিঃশব্দে ঘাতকের কাজ করে চলেছে ম্যালেরিয়া।

প্রতি বছর প্রায় ৫ লাখ মানুষের মৃত্যু হয় এই রোগে। তাঁদের মধ্যে একটা বড় অংশ হল শিশুরা, যাদের বয়স ৫ বছরের কম।

ম্যালেরিয়ার চিকিৎসার জন্য নানা ধরনের ওষুধ রয়েছে বাজারে। এগুলির কোনও কোনওটা কারও কারও ক্ষেত্রে ম্যালেরিয়ার চিকিৎসায় খুবই কার্যকর। কিন্তু ম্যালেরিয়া অসুখটির জন্য যে প্যারাসাইট দায়ী, সেটি শরীরে আর সংক্রমণ ঘটাতে পারবে না, এমন কোনও উপায় এত দিন জানা ছিল না। সংক্রমণ ঘটানোর পরে ওই ওষুধগুলি তা সারাতে সাহায্য করত।

এবার আসছে টিকা। যেটি ম্যালেরিয়ার সংক্রমণ হতেই দেবে না শরীরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-এর পক্ষ থেকে বলা হয়েছে, এটি ঐতিহাসিক মুহূর্ত। বিজ্ঞান শেষ পর্যন্ত শিশুদের জন্য ম্যালেরিয়ার টিকাটি তৈরি করে ফেলল। বহু দিন আমরা এর অপেক্ষায় ছিলাম। এর সঠিক প্রয়োগ হলে প্রতি বছর হাজার হাজার শিশুর প্রাণ বাঁচবে।

জানা গেছে, ইতোমধ্যে ঘানা, কেনিয়া এবং মালাউইয়ের ৮ লাখ শিশুর উপর এই টিকা প্রয়োগ করে আশানুরূপ ফল পাওয়া গেছে। আগামী ৫ বছরের মধ্যে এই টিকা প্রয়োগ করে পৃথিবী থেকেই ম্যালেরিয়াকে অনেক কমিয়ে ফেলা যাবে বলেও আশা করা হচ্ছে।

তবে এর আগেও ম্যালেরিয়ার টিকা তৈরি হয়েছে। সেই টিকায় খুব ভালো ফল পাওয়া যায়নি। ম্যালেরিয়া সংক্রমণের জন্য যে প্যারাসাইটটি দায়ী, এই প্রথম বার সেটিকে মারার মতো টিকা তৈরি করার দাবি করা হচ্ছে। ফলে এটি বেশি কার্যকর হবে বলে মনে করছে চিকিৎসা বিজ্ঞানীরা।

তবে শুধু এই টিকাই নয়, এর মাঝে ম্যালেরিয়ার অন্য একটি ওষুধ নিয়েও কাজ চলছে জোরেসোরে। মূলত ক্যানসারের চিকিৎসায় প্রয়োগ হওয়া এই ওষুধটি খুব সফলভাবে মাত্র তিন দিনেই ম্যালেরিয়া সারিয়ে ফেলছে বলে দেখা গেছে। ভবিষ্যতে বড়দের ম্যালেরিয়ার চিরিৎসায় এই ওষুধের প্রয়োগ বাড়তে পারে বলেও মনে করছেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাসে WHO-এর পক্ষ থেকে ম্যালেরিয়ার টিকার অনুমোদন দেওয়া হয়। তার পরেই আফ্রিকার যে দেশগুলিতে ম্যালেরিয়ার সংক্রমণ বেশি, সেখানে টিকাদানের কাজ শুরু হয়। আগামী দিনে বিশ্বের অন্যত্রও এই টিকা দেওয়ার কাজ শুরু হবে বলে জানা গেছে।

SHARE THIS ARTICLE