আয়ারল্যান্ড বিএনপির কর্মী সভা সম্পন্ন

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ দীর্ঘদিন লকডাউনে আটকে থাকার পর আগামী দিনের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়ারল্যান্ড কিভাবে আরও শক্তিশালী ভুমিকা রাখতে পারে, এবং মেয়াদোত্তীর্ণ কমিটিকে সকলের সম্পৃক্ততার মাধ্যমে কিভাবে নতুনভাবে করা যায় সেই লক্ষ্যে আয়ারল্যান্ড বিএনপি’র এক সাংগঠনিক পরামর্শ সভা গত ০৫/১০/২১ লিমেরিক সিটির এক স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আয়ারল্যান্ড এর প্রতিটি কাউন্টি থেকে দলের নেত্তৃবৃন্দগন উপস্থিত ছিলেন।

আগামী দিনে আয়ারল্যান্ড বিএনপির একটি নতুন কমিটি করার লক্ষ্যে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সকল নেতৃবৃন্দের অংশ গ্রহণে হবে ইনশাল্লাহ আল্লাহ। আয়ারল্যান্ড বিএনপি’র সাধারণ সম্পাদক কবির আহম্মেদ এর সঞ্চালনায়, সভাপতি হামিদুল নাসির এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা আয়ারল্যান্ড বিএনপির প্রধান উপদেষ্টা হাজি তাজুল ইসলাম, সিনিয়র নেত্তৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,সাংবাদিক জাহিদ মুমিন চৌধুরী, সহ-সভাপতি হাজী নুরুল ইসলাম, শাহীন মিয়া,

মনিরুল ইসলাম (মনির), শাহজাহান কামরান, জাকারিয়া প্রধান, মনিরুল ইসলাম (বাবু), লোকমান হোসেন, শাহীন রেজা, নুরুল হক গাজী, সৈয়দ নজরুল ইসলাম, আব্দুল জলিল, আরিফ বিন আজিজ, সৈয়দ এমরান হোসেন (উজ্জ্বল) শহীদুল ইসলাম (রনি), জসিম উদ্দিন, গোলাম মোর্শেদ কামরুল, প্রভাষক আব্দুস শহিদ, জেনন ভুইয়া,মীর হাবিবুর রহমান, কাজী আতিকুর সহিদ (মাদুর), আনোয়ারুল হক,

May be an image of 10 people, people sitting, people standing and indoor

বদরুজ্জামান মাসুম, জাহিদ ইসলাম, গাজী মেহেদী (তুহিন), আব্দুর রহিম ভুইয়া, সহিদ হোসেন,আব্দুল কাদের ছুট্টু, আব্দুর রহমান, মনিরুজ্জামান (মনির), আফজাল হোসেন, সুলতান আনিছ (বাচ্চু),শাকিল চৌধুরী, আবদুর রশীদ, জাফর উদ্দিন, সহ প্রমুখ।

May be an image of 10 people, including Mohammad Jakaria, Abdus Sahid and Shakil Chowdhury, people sitting, suit and indoor

আয়ারল্যান্ড বিএনপির পক্ষ থেকে সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দেরকে সালাম,শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি, শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের আত্নার মাগফেরাত কামনা ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর বাংলাদেশ দেশনায়ক তারেক রহমানের সুসাস্থ কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে দোয়ার মাধ্যমে সভা সমাপ্তি করেন।

SHARE THIS ARTICLE