
ওবায়দুর রহমান রুহেল, আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ইউরোপীয়ান ইউনিয়নের ডিজিটাল কভিড ভ্যাক্সিন সার্টিফিকেট সাথে থাকলে এখন থেকে আয়ারল্যান্ডে ভ্রমণার্থীদের কভিড টেস্ট নেগেটিভ রিপোর্ট (PCR) সাথে আনতে হবেনা।আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী (তিসখ) মিহল মার্টিন গতকাল এক আনুষ্ঠানিক বিবৃতিতে গণমাধ্যমের কাছে ভ্রমণ সংক্রান্ত নতুন এই আপডেট তুলে ধরেন।
আজ বৃহস্পতিবার থেকেই ভ্রমণের শিথিলতা কার্যকর হচ্ছে।যারা এখনো কভিড ভ্যাক্সিন নেননি তাদের ক্ষেত্রে পূর্বের আইন প্রযোজ্য অর্থাৎ ভ্রমণের সময় ৭২ ঘন্টার কভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক সাথে আনতে হবে।
আয়ারল্যান্ড সরকার নিজ দেশের নাগরিকদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে ও নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস ওমিক্রনের সংক্রমণ রোধ করতে গত মাস থেকে বোষ্টার কার্যক্রম জোরদার করেছে। দেশটির স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের ধারণা যে আয়ারল্যান্ডের প্রায় সকল নাগরিক ওমিক্রনে আক্রান্ত হয়েছেন এবং এই নতুন বৈশিষ্ট্যের ভাইরাসের বিরুদ্ধে মানবদেহে কার্যকর এন্টিবডি তৈরি হয়েছে অন্তত গত দুই সপ্তাহের রেকর্ড সংক্রমণ তাই বলছে।
প্রধানমন্ত্রী মিহল মার্টিন চীফ হেলথ অফিসারের রেফারেন্স দিয়ে বলেন কভিড সংক্রান্ত বর্তমান স্বাস্থ্যবিধি আগামী কয়েক সপ্তাহের ভিতর শিথিল করা হবে।বর্তমানে কভিড সংক্রমণের ক্লোজ কন্ট্রাক আইসোল্যাশন নিয়মের কারণে বহু প্রতিষ্ঠানে কর্মী সংকট দেখা দিয়েছে যা দেশটির অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে। গত মাসে সরকারের নির্বাহী আদেশে নাইট ক্লাব, পাব, রেস্টুরেন্ট রাত ৮ টা পর্যন্ত খোলা রাখার বিধান জারি করা হয়েছে।