আয়ারল্যান্ডে অনুর্দ্ধ ১৮ ফুটবল টুর্ণামেন্টে ডাবলিন এবং ক্রিকেটে লিমেরিকের শিরোপা জয়

এ,কে,আজাদ- আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গতকাল ২৪ আগষ্ট মঙ্গলবার এই প্রথম বারের মতো বাংলাদেশ স্পোর্টস এসোশিয়েশন অফ আয়ারল্যান্ডের আয়োজনে অনুর্দ্ধ ১৮ সেভেন এ সাইড ফুটবল টুর্ণামেন্ট ও সেভেন এ সাইড ক্রিকেট টুর্ণামেন্ট ২০২১ আয়ারল্যান্ডের লিমেরিক এর ম্যানর ফিল্ডে অনুষ্ঠিত হয়।

উদ্ভোধনী অনুষ্ঠানেধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইডুকেশন মিনিষ্টার নিয়াল কলিন্স, ডাঃ জিন্নুরাইয়ান জায়গিরদার, কাউন্সিলর আবুল কালাম আজাদ তালুকদার, কাউন্সিলর ব্রিডি কলিন্স, মোহাম্মদ মোস্তফা, মোস্তাফিজুর রহমান সহ বিপুল সংখ্যক বাংলাদেশী।
ফূটবল খেলায় অংশ গ্রহন করেন ৮টি কাউন্টি থেকে ৮টি দল। কিলকেনীকে ৭- ২ গোলে পরাজিত করে চ্যম্পিয়ান শিরপা জিতে নেন ডাবলিন অনুর্দ্ধ ১৮।
অন্যদিকে কাউন্টি কিলডারকে পরাজিত করে ক্রিকেট শিরোপা জিতে নেন কাউন্টি লিমেরিক।

SHARE THIS ARTICLE