আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ সৌদি আরব, মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ বিশ্বের নানা দেশের সাথে মিল রেখে আয়ারলয়ান্ডে আজ সোমবার পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। যারা পরিবার থেকে দূরে, তারা নিজ দেশের প্রবাসী সহকর্মীদের সঙ্গে ঈদ উপযাপন করছেন।
এই উপলক্ষে দেশটির রাজধানী ডাবলিন সহ দেশটির অন্যান কাউন্টি শহরের মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় রাজধানী ডাবলিনের ইসলামিক কালচারার সেন্টার অফ আয়ারল্যান্ডে (ক্লনাস্কি মসজিদে)। এদিন সবগুলো ঈদ জামাতে মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশের ও আফ্রিকার মুসল্লীদের সাথে অংশ নেন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীরাও।
জামাত শেষে প্রবাসীরা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মঙ্গল কামনা করেন জাতি,ধর্ম – বর্ণ নির্বিশেষে সকল দেশবাসীসহ সর্বস্তরের প্রবাসীদের জন্যও। তবে ঈদের দিনটিতে স্ব স্ব কর্মক্ষেত্রে ছুটি না থাকায় কিছুটা মন খারাপ হলেও দেশে থাকা পরিবারের সাথে টেলিফোনে কথা বলেন অনেকেই এমনটাই জানান ডাবলিনের বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব জহিরুল ইসলাম জহির , জাকারিয়া প্রধান, মনির হোসাইনসহ আরো অনেকে।
ঈদ জামাতে অংশ নিয়ে প্রবাসীদের সাথে কুশল বিনিময় করেন অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট জনাব ডাঃ জিন্নুরাইন জায়গীরদার ও সাধারন সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার। জনাব ডাঃ জিন্নুরাইন জায়গীরদার বলেন, (ঈদ মোবারক। প্রবাসী এবং দেশে যে যেখানে আছেন আজকে আমরা ঈদ উদযাপন করছি। সকলের প্রতি রইল ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকুন। আনন্দ উৎসবের মধ্য দিয়ে ঈদ উদযাপন করুন। একমাস সিয়াম সাধনার পর আমরা আজ ঈদ পেয়েছি। আমাদের সবার জন্য আনন্দময় হোক। আগামী দিনগুলোতে সবার জন্য কল্যাণ নিয়ে আসুক। আমরা সবাই যেন সম্প্রীতি ও সৌহার্দ্য পূর্ণ পরিবেশে বাস করতে করি। এটাই কামনা করছি। সদ্য প্রায়াত নাবির হাসান মনিরের আত্মার মাগফিরাত কামনা করছি।
কমিউনিটি ব্যাক্তিত্ব ও রাজনীতিবিদ জনাব ফিরোজ হোসেন বলেন, প্রবাসের মাটিতে আমরা সবাই ভাই ভাই, পবিত্র ঈদ যেন আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধের সঞ্চারিত করে। তিনি যেকোন মূল্যে দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার পাশাপাশি দেশের ভাবমূর্তি রক্ষার আহবান জানান।