এ,কে,আজাদ, আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ জনাব আজাদ তালুকদার পেশায় একজন সেলফ বিজনেসম্যান । ২০০৪ সাল থেকে তিনি আয়ারল্যান্ডের স্থানীয় রাজনিতির সাথে জড়িয়ে পরেন। বিভিন্ন সামাজিক কর্মকান্ডের জন্য কমিউনিটিতে প্রসংশিত হয়েছেন বহুবার।
গত ২০১৯ সালের মে মাসে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে আয়ারল্যান্ডের লিমেরিক এলাকা থেকে ফিনেফল পার্টির প্রার্থী হিসেবে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি। কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর ২০২১ সালে ডেপুটি মেয়র নির্বাচিত হন। এবার নির্বাচনে ২০ ভোটের মধ্যে ১৩ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোট পেয়ে অন্য প্রার্থীকে ৭ ভোটে হারিয়ে বাংলাদেশের কৃতি সন্তান জনাব আজাদ তালুকদার মেয়র (কাহার্লক) নির্বাচিত হন।
লিমরিক কাউন্টি কাউন্সিলের যাত্রালগ্ন থেকে অদ্যাবধি কোনো বিদেশি বা অভিবাসী সম্প্রদায়ের কেউ মেয়রের মতো গৌরব জনক আসনটি অলংকৃত করতে সক্ষম হননি। এবার মেয়র নির্বাচিত হয়ে চমক দেখালেন জনাব আজাদ তালুকদার। গত ৮০০ বছর ধরে এই শহরে মেয়র নির্বাচিত হয়ে আসছে আর এই শহরের ৮০০ বছরের ইতিহাসে এই প্রথম কোন মুসলমান হিসেবে মেয়র নির্বাচিত হলেন তিনি।
১৯৬৮ সালের ৫ অক্টোবর গাজীপুর জেলায় জন্ম গ্রহন করেন্তিনি। পিতা মরহুম দেলোয়ার হোসেন তালুকদার। ৩ ভাই ২ বোনের মধ্যে তিনি সবার বড়। ২০০০ সালে আয়ারল্যান্ড আসেন। আয়ারল্যান্ডের বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা অত্যান্ত আনন্দচিত্তে তার এই অর্জনকে অভিনন্দন জানিয়েছেন।