ইউক্রেনের চার প্রদেশ রাশিয়ায় অন্তর্ভুক্ত হলো

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ইউক্রেনের কাছ থেকে দখল করা চারটি অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত করার ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। এই চার প্রদেশ হচ্ছে খেরসন, ঝাপোজ্জিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক।

বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার এই অনুষ্ঠানে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ছাড়াও ইউক্রেনের থেকে দখল করা চার অঞ্চলের রুশ মনোনীত নেতারা উপস্থিত ছিলেন।

বক্তব্যের শুরুতে পুতিন যুদ্ধে নিহত ‘সাহসী’ রুশ সেনাদের জন্য এক মিনিট নিরবতা পালনের নির্দেশ দেন। তিনি বলেন, তারা মাতৃভূমির জন্য লড়াই করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন।

পুতিন বলেন, চার অঞ্চল যুক্ত করার পরিকল্পনা করেছিলাম। ইউক্রেনের জনগণ তাদের রায় জানিয়ে দিয়েছে। গণভোটের ফলাফল পরিচিত, সুপরিচিত বলে মন্তব্য করেন তিনি।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আজ থেকে তারা সবাই রাশিয়ার নাগরিক। আমরা তাদের সবাইকে রাশিয়ান ফেডারেশনের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’

‘আমি নিশ্চিত রাশিয়ার আইনসভাও এই চার প্রদেশকে সমর্থন করবে এবং এসব প্রদেশে বসবাসকারী লোকজনকে সাদরে বরণ করে নেবে। দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও ঝাপোরিজ্জিয়ার লাখ লাখ মানুষের ইচ্ছে এবং স্বপ্ন এই যোগদানের সঙ্গে সংশ্লিষ্ট ও এবং রাশিয়ার আইনসভা— দুমা (নিম্নকক্ষ) ও ফেডরেশন কাউন্সিল (উচ্চকক্ষ) সংখ্যাগরিষ্ঠ জনগণের আবেগের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল।’

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যোগদানকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে চলতি বছর ২৬ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। পুতিন স্বয়ং এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন।

SHARE THIS ARTICLE