ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বাংলাদেশিদের রোমানিয়ায় যাওয়ার আহ্বান

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ যুদ্ধ শুরু হওয়া ইউক্রেনের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থান করা বাংলাদেশিদের প্রতিবেশী দেশ রোমানিয়ায় যাওয়ার আহ্বান জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে এই আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

প্রতিমন্ত্রী বলেন, ওই অঞ্চলে যারা আছেন তারা রোমানিয়ায় যেতে পারেন। রোমানিয়া সরকার দুই দিনের থাকার ব্যবস্থা করবে এবং তারপর বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তত্বাবধানে রেখে তাদের বাংলাদেশে আসার ব্যবস্থা করা হবে।

রুমানিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে বিস্তারিত জানাবে বলেও উল্লেখ করেন শাহরিয়ার আলম।

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য রোমানিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে জরুরি যোগাযোগ নম্বর চালু করেছে।

যারা রোমানিয়া এবং মলদোভা সীমান্ত অতিক্রম করতে চান তাদের যোগাযোগ নম্বর +40 (742) 553 809।

এর আগে ইউক্রেনে থাকা তৃতীয় দেশের নাগরিকদের জন্য সীমান্ত উন্মুক্ত করে দিয়েছে প্রতিবেশী আরেক দেশ পোল্যান্ড। বাংলাদেশিদের নিরাপদে পোল্যান্ড সীমান্তে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

SHARE THIS ARTICLE