ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে আগামী কাল রোজা শুরু

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ইসলামের অন্যতম এক স্তম্ভ পবিত্র রমজান মাস। প্রত্যেক বছর অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পবিত্র এই মাস পালন করা হয়। এক মাস সংযম পালনের পর মুসলমানরা শাওয়াল মাসের চাঁদ দেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন।

সৌদি আরবের আকাশে গতরোববার মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। আজ ১২ এপ্রিল ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের। অর্থাৎ আগামীকাল মঙ্গলবার থেকে সৌদি আরবে শুরু হবে মাহে রমজান। রোববার সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবদেনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি রোববার সন্ধ্যায় দেশটির কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে।

ধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরসহ ইউরোপের দেশগুলোতে ও মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই।

মহান আল্লাহ প্রিয় বান্দাকে কিছু কিছু বিশেষ সময় উপহার দেন ইবাদত-বন্দেগির জন্য। গুনাহ মাফের জন্য। আদরের বান্দাকে কাছে টানার জন্য। রহমতের চাদরে আবৃত করার জন্য।  আরবি ১২ মাসের মধ্যে মাহে রমজান আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ মাসে দিনের বেলায় রোজা ফরজ করা হয়েছে এবং রাতের বেলায় তারাবির নামাজ পড়ার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। রোজা রাখার মাধ্যমে মানুষের মধ্যে তাকওয়া ও আল্লাহর ভয় সৃষ্টি হয়।

SHARE THIS ARTICLE