ইউরোপিয়ান দেশ রাশিয়ার মুখোমুখি বাংলাদেশের মেয়েরা

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ টুর্নামেন্টে রাশিয়া থাকায় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে অন্য কোনো দেশ শিরোপা জিততে পারবে কিনা সে কৌতুহল মিটবে পরে। আপাতত ফুটবলামোদীদের দৃষ্টি ইউরোপের দেশটির দিকে। সাফের বিশেষ আমন্ত্রণে অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার মেয়েদের টুর্নামেন্টে। রুশ কিশোরীরা কেমন খেলে তা দেখতেই মুখিয়ে আছেন সবাই।

ফিফা র‌্যাংকিংয়ে রাশিয়ার নারী ফুটবলের অবস্থান ২৬। ঢাকায় চলমান এই টুর্নামেন্টে যা অন্য চার দেশের চেয়ে অনেক ওপরে। সেই দেশের কিশোরী ফুটবলাররাও যে টেকনিক-ট্যাকটিসে অন্যদের চেয়ে ঢের এগিয়ে তা বলার অপেক্ষা রাখে না। ঢাকায় পা রেখে তারা দক্ষিণ এশিয়া থেকে ট্রফি নিয়ে যাওয়ার আশার কথাই শুনিয়েছেন। এখন তাদের পালা মাঠে পারফরম্যান্স দেখানো।

SHARE THIS ARTICLE