ইট মারার প্রতিক্রিয়ায় রাশিয়া আমেরিকাকে পাটকেল মেরেছে

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণার প্রতিক্রিয়ায় এক দিনের মাথায় রাশিয়া গতকাল শুক্রবার এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার ওয়ে এবং ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক এভ্রিল হেইনস সহ আটজন শীর্ষ কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করে বিধিনিষেধ আরোপ করেছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভারভ জানিয়েছেন, তার দেশও মার্কিন যুক্তরাষ্ট্রের ১০ জন কূটনীতিককে বহিষ্কার করবে এবং উত্তেজনা প্রদর্শনের কারণে অন্যান্য প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ করবে।


প্রসঙ্গত উল্লেখযোগ্য যে গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনী হস্তক্ষেপ, সাইবার আক্রমণ এবং অন্যান্য বৈরী কার্য্যক্রমের জন্য ১০ জন রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছিল এবং আরও ৮ জন রাশিয়ান  কর্মকর্তার উপর বিধিনিষেধ আরোপ করেছিলো।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন “আমরা ইট মারার বিরুদ্ধে সমান সংখ্যক পাটকেল মারব, আমরা রাশিয়া থেকে ১০জন মার্কিন কূটনীতিককে দেশ ত্যাগ করতে বলব।” তিনি বলেন, ক্রেমলিন পরামর্শ দিয়েছে যে মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভান তাঁর রাশিয়ার সমকক্ষের উদাহরণ অনুসরণ করুন এবং পরামর্শের জন্য বাড়ি যান।এমনকি মার্কিন দূতাবাসকে রাশিয়া কিংবা তৃতীয় কোন দেশ থেকে সহায়তা কর্মী নিয়োগ দেওয়াকেও বাধাগ্রস্থ করবে। 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, “এখন সময় এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সুবুদ্ধি প্রদর্শন করার এবং মুখোমুখি লড়াই থেকে মুখ ফিরিয়ে নেওয়ার।

মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেছেন, রাশিয়ান পদক্ষেপগুলি “ক্রমবর্ধমান এবং আফসোসযোগ্য” বলে অভিহিত করেছেন।

২০১৮ সালে সেইলসবারিতে রাশিয়ান প্রাক্তন গোয়েন্দাকে নভোচক নার্ভ বিষপ্রয়োগ করার কারণ প্রদর্শন করে যুক্তরাষ্ট্র, রাশিয়ার ৬০ জন কূটনীতিককে বহিষ্কার করে সিয়াটলে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছিল। রাশিয়া এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ৬০ জন কূটনীতিককে বহিষ্কার করে সেন্ট পিটার্সবার্গে আমেরিকার কনসুলেট বন্ধ করে দিয়েছিলো।

তথ্যসূত্রঃ দা গার্ডিয়ান, বিবিসি, সি এন এন, আলজাজিরা 

SHARE THIS ARTICLE