
এ,কে, আজাদ – আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অব্যাহত বিমান হামলা ও তাদের বাড়িঘর থেকে উচ্ছেদের প্রতিবাদে দেশে চলছে বিক্ষোভ। ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে রাজপথে নেমে আসছে মানুষ। বিশ্ব জুড়ে চলছে বিক্ষোভ সমাবেশ। বরাবরের মতো থেমে থাকেনি আয়ারল্যান্ডের শান্তকামী সাধারন জনগণ।
গতকাল শনিবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে ফিলিস্তিনীদের প্রতি ইসরাইলের অমানবিক হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল হয়। ডাবলিনের বিক্ষোভকারীদের মিছিলটি জি. পি. ও এর সামনে থেকে আরম্ভ হয়ে ইসরাইলি দূতাবাসের সামনে গিয়ে সমাপ্ত হয়। বিক্ষোভকারীরা অবিলম্বে ইসরাইলি হামলা বন্ধের আহবান জানিয়েছেন।

বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফিলিস্তিনি পতাকা নিয়ে বিক্ষোভ করেন এবং ‘ফিলিস্তিন মুক্ত কর’ ও ‘দখরদারিত্ব অপরাধ’ ইত্যাদি শ্লোগান দেন। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ গ্রহন করেন।
গাজায় গত কয়েক দিনের ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১৩৯ জন শহীদ হয়েছেন। এর মধ্যে ৩৯ শিশু রয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।