ইসরায়েলি হামলায় পশ্চিম তীরেই ১০ ফিলিস্তিনি নিহত

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের দখলদার বাহিনীর গুলিতে শুধু পশ্চিম তীরেই ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৫০০ জন। শুক্রবার এ ঘটনা ঘটে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তল্লাশি অভিযানের নামে ইসরায়েলি সেনারা পশ্চিম তীরে ঢুকে পড়ে। এ সময় তরুণ ফিলিস্তিনিরা বিক্ষোভ শুরু করে এবং তাদের দিকে পাথর ও ককটেল নিক্ষেপ করে। একপর্যায়ে ইসরায়েলি সেনারা গুলি চালালে ১০ জন নিহত হন।   

গাজায় হামলার প্রতিবাদে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভ দমাতে পশ্চিম তীরে তল্লাশি অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা।

সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ১১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় হাজারখানেক। নিহতদের মধ্যে ৩১ শিশু রয়েছে। এছাড়া চার শতাধিক ব্যক্তিকে আটক করেছে ইসরায়েলি সেনারা।

SHARE THIS ARTICLE