
একুশ
রহমান ফাহমিদা
একুশ এসেছে বঙ্গ ললনার
কালো সাদা শাড়ি পড়ে,
যে ভাষা পেয়েছি মোরা
অনেক রক্ত ঝরে।
শহীদের পদচারণা সেদিনের,
আজো মনে পড়ে।
শুয়ে আছে লাখো শহীদ
নিঝুম নিস্তব্ধ কবরে।
ভুলি নাই,ভুলি নাই
সেই শোক কথা!
বুলেটের আঘাতে বুকের পাঁজরে
সেই মর্ম ব্যথা।
শহীদ সালাম,রফিক,বরকত
আরো কতযে নাম,
আজো শ্রদ্ধায় অবনত হয়ে
তাঁদের জানাই সালাম।