এবারও হচ্ছে না জব্বারের বলী খেলা

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ করোনাভাইরাস মহামারীর কারণে এবারও হচ্ছে না চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলী খেলার আয়োজন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই আয়োজন স্থগিত হলো। এবার মেলার ১১২তম আয়োজন হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের কারণে গত বছর মেলার ১১১তম আসরও বাতিল করা হয়।

বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মেলা স্থগিত করার সিদ্ধান্তের কথা জানান মেলা আয়োজক কমিটির সভাপতি আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী। তিনি বলেন, গতবছরও করোনা পরিস্থিতির কারণে আমরা মেলার আয়োজন করতে পারিনি। কিন্তু মহামারীর কারণে তা স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।

বাংলা পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের ১২ তারিখে লালদিঘীর ময়দানে অনুষ্ঠিত হয় এই খেলা। খেলার আগের দিন থেকে শুরু করে পরদিন পর্যন্ত তিন ধরে লালদিঘীর মাঠ ও আশপাশের কয়েক কিলোমিটার জায়গাজুড়ে বসে বৈশাখী মেলা।

১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনে দেশের যুব সমাজকে সংগঠিত করতে আব্দুল জব্বার সওদাগর বন্দরনগরীর লালদিঘী মাঠে আয়োজন করেন কুস্তি প্রতিযোগিতা। পরে এটি জব্বারের বলী খেলা নামে পরিচিতি পায়। শতবছরের ঐতিহ্য মেনে আয়োজন করা মেলাটির জনপ্রিয়তা এখনও অক্ষুণ্ন রয়েছে।

সংবাদ সম্মেলনে জহরলাল বলেন, ১৯০৯ সালে এই মেলা শুরুর পর কখনও বন্ধ ছিল না। কিন্তু করোনাভাইরাসের কারণে এ নিয়ে দুবার মেলা স্থগিত করতে হলো। বলী খেলাও আয়োজন করা হবে না।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, মেলা কমিটির সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, সহ সভাপতি সাবেক কাউন্সিলর এমএ মালেক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন, ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সাবেক কাউন্সিলর এসএম জাফর ও আবু তৈয়ব প্রমুখ উপস্থিত ছিলেন।

SHARE THIS ARTICLE