কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী করোনায় আক্রান্ত

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী।
জানা গেছে, গেল সোমবার সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। লকডাউনের আগে গত ১১ মার্চ সেলিম চৌধুরী তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে চলে আসেন। শিল্পী বিয়ে করেননি। গ্রামের বাড়িতে এক বোন, তাঁর সঙ্গে থাকেন। একমাত্র ভাই থাকেন কানাডাতে।
সেলিম চৌধুরীর আত্মীয়স্বজন শিল্পীর খোঁজখবর নিচ্ছেন। তাঁর খালাতো বোন ডা. রাবেয়া বেগম নর্থস্টার হাসপাতালের চিকিৎসক। তাঁরই পরামর্শে শিল্পী এ হাসপাতালে আসেন।

নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী কণ্ঠশিল্পী সেলিম চৌধুরীর করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন।
ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী আরটিভি নিউজকে জানান, সেলিম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মৌলিক গানের পাশাপাশি রাধারমণ দত্ত, হাসন রাজা, শাহ আবদুল করিমের গান গেয়ে পরিচিত পান সেলিম চৌধুরী। হুমায়ূন আহমেদের নাটকে গান গেয়ে পান শ্রোতাপ্রিয়তা পান। হুমায়ূন আহমেদের ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’ ইত্যাদি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

SHARE THIS ARTICLE