করোনায় আক্রান্ত নারায়নগঞ্জের লিপি ওসমান

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের সহধর্মিণী জেলা মহিলা সংস্থার সভাপতি সালমা ওসমান লিপি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। লিপি ওসমানের সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন তার পুত্রবধূ ও নাতি। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে শামীম ওসমান তার স্ত্রীসহ পরিবারের সবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি বলেন, আমি মনে করছি এটা আমাদের জন্য একটা ঈমানের পরীক্ষা। সুস্থতার জন্য শুধু ওষুধের ওপর আমরা নির্ভরশীল নই। আমরা মহান আল্লাহর সাহায্য প্রার্থণা করছি। আর মানুষের দোয়া চাইছি। আপনাদের একজনের দোয়াও যদি আল্লাহ কবুল করেন, তাহলে হয়তো আমার পরিবারের সদস্যরা সুস্থ হয়ে উঠবে।

SHARE THIS ARTICLE