করোনায় টাঙ্গাইলের ভূঞাপুরে ৬৩৩ স্কুল ছাত্রীর বিয়ে

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ৬৩৩ জন স্কুল ছাত্রীর বিয়ে হয়েছে। মহামারি করোনার শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধে ওই বিয়েগুলো হয়। এরমধ্যে মাধ্যমিক পর্যায়ে ৪২৪ জন ও মাদরাসার ২০৯ জন ছাত্রী রয়েছে।

জানা যায়, ভূঞাপুর উপজেলায় ৩০টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৮টি দাখিল মাদরাসা রয়েছে। এরমধ্যে বর্তমানে মাধ্যমিকে ছাত্রী রয়েছে ৭ হাজার ৭৪৪ জন আর মাদরাাসার ছাত্রী সংখ্যা ২ হাজার ৪৬৩ জন। 

শিক্ষক ও অভিভাবকরা জানায়, করোনার কারণে দীর্ঘদিন স্কুল ও মাদরাাসা বন্ধ থাকায় উপজেলার ৬৩৩ জন ছাত্রীবাল্য বিয়ের শিকার হয়েছে। এরমধ্যে ৪ জন ছাত্রও রয়েছে। এছাড়াও কয়েকজন ছাত্রী মা হতে চলেছে।

মেহেদী নামের এক ছাত্রের বাবা জানান, করোনার কারণে স্কুল বন্ধ থাকায় ছেলে লেখাপড়া ছেড়ে দেয়। এ কারণে বাধ্য হয়ে তাকে ব্যবসায় বসিয়ে দিই। পরবর্তীতে ছেলেকে বিয়ে করাই।

যমুনার চরাঞ্চলের উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর বাবা আসাব আলী তালুকদার জানান, আমরা চরের মানুষ। ছোট বয়সেই মেয়ের বিয়ে দিই। করোনায় স্কুল বন্ধ আর ভালো ছেলে পেয়ে মেয়ের বিয়ে দিয়েছি। 

রুহুলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা খাতুন জানান, আমার স্কুলের ছাত্রীর সংখ্যা ১৫৪ জন। আমি যতটুকু জেনেছি এরমধ্যে ৩৫ জন ছাত্রীর বিয়ে হয়েছে।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম জানান, আমি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছি। এ সম্পর্কে আমার কিছুই জানা নেই।

SHARE THIS ARTICLE