করোনায় প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর মৃত্যু

সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী ।

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী মারা গেছেন।

আজ সোমবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন।

সচিবের প্রশাসনিক কর্মকর্তা ভাষানী মির্জা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ সকাল পৌনে ৯টার দিকে আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং ৯টা ৩৫ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।’

ভাষানী মির্জা জানান, করোনা পজিটিভ হওয়ার পর গত ১৯ মে আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীকে সিএমএইচ ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৬ জুন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

পরে অবস্থার আরও অবনতি হলে গত ১৮ জুন থেকে আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীকে শতভাগ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল বলেও জানান তিনি

SHARE THIS ARTICLE