করোনায় ম্লান হয়ে গেল যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ আজ ৪ জুলাই। প্রতিবছর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের এ জন্মদিনটি উদযাপন করে মার্কিনিরা। ১৭৭৬ সালের এই দিনে ১৩টি উপনিবেশের কনটিনেন্টাল কংগ্রেস স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদন করে। এর দুই দিন আগেই প্রতিনিধিরা ব্রিটেনের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে স্বাধীনতার পক্ষে ভোট দেন।

Lawmakers Raise Alarms over Trump's 'Salute to America' Plans ...

প্রতিবছর স্বাধীনতা দিবসের উৎসবকে কেন্দ্র করে আয়োজন করা হয় বিশাল জনসমাবেশ, কুচকাওয়াজ এবং কনসার্ট। চোখ ধাঁধানো আতশবাজিও থাকে অন্যতম আকর্ষণ। স্বাধীনতা দিবসের আয়োজনে স্ট্যাচু অব লিবার্টিকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। এটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। কিন্তু এবার করোনাভাইরাসের মহামারির কারণে ম্লান হয়ে যাচ্ছে স্বাধীনতা দিবসের উদ্যাপন।এ অবস্থায় উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা স্বাধীনতা দিবস উদ্যাপন সীমিত পরিসরে করার আহ্বান জানিয়েছেন।

SHARE THIS ARTICLE