কর্মমুখী শিক্ষা নিয়ে স্পেনে থাকতে পারবেন অনিয়মিত অভিবাসীরা

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ নিজেদের শ্রমবাজারে কর্মীর ঘাটতি দূর করতে অনিয়মিত অভিবাসীদের কর্মমুখী শিক্ষা গ্রহণের সুযোগ দেবে স্পেন সরকার। একই সাথে তাদের কাজ এবং অস্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হবে। অন্তত দুই বছর ধরে স্পেনে বসবাস করে আসছেন এমন অনথিভুক্ত অভিবাসীরাই কর্মমূখী শিক্ষায় নিজেদের দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে স্পেনে থাকতে পারবেন।

শেনজেন ভিসা ইনফো এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আসছে মার্চ থেকে অনিয়মিত অভিবাসীদের কর্মমুখী শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়া হবে। এই বিশেষ সুযোগটি নিতে কর্মমুখী শিক্ষা গ্রহণ করে দক্ষতা বাড়াতে হবে এবং অল্পস্বল্প হলেও স্প্যানিশ ভাষা জানতে হবে অনিয়মিত অভিবাসীদের।

স্পেনের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক মন্ত্রী পিলার আলেগ্রিয়া চলতি মাসের শুরুতে বলেছিলেন, শ্রমবাজারকে শক্তিশালী করতে ১ মার্চ থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে৷

The college campuses doing the most for the country | University of  California

এ বিষয়ে স্পেনের সামাজিক নিরাপত্তা ও অভিবাসন বিষয়ক মন্ত্রী জানান, অন্তত দুই বছর ধরে স্পেনে বসবাসরত অনিয়মিত অভিবাসীরা এই সুযোগটি নিতে পারবেন। দুই বছর ধরে বসবাসের অর্থ হলো, এই সময়ের মধ্যে ৯০ দিনের বেশি স্পেনের বাইরে থাকা যাবে না৷

মূলত অনিয়মিত অভিবাসীদের কাজ এবং বসবাসের সুযোগ দেয়ার মধ্য দিয়ে শ্রম বাজারের ঘাটতি দূর করতে গত বছর বিলটি পাশ করে স্পেন৷ এর মধ্য দিয়ে অন্তত পাঁচ লাখ অভিবাসী বৈধতা যেমন পাবে, তেমনি শ্রমবাজারের জন্য নিজেদের উপযোগী করে গড়ে তোলার সুযোগটিও মিলছে৷

উল্লেখ্য, অভিবাসীদের কর্মমূখী শিক্ষার সুযোগ দেওয়ার কথা শুধু স্পেন নয়, শ্রম ঘাটতি দূর করতে অভিবাসী বা আন্তর্জাতিক কর্মীদের কর্মসংস্থান সহজ করার বিষয়টি ভাবছে ইউরোপের অন্য দেশগুলোও৷ সম্প্রতি জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজও বলেছেন, ভবিষ্যতে পর্যাপ্ত কর্মী পেতে আইনি অভিবাসন প্রয়োজন৷

SHARE THIS ARTICLE