
আইরিশ বাংলাপোস্ট ডেস্কঃ মানবিক পরিস্থির শিকার হয়েছে আফগানিস্তানের মানুষ। এক দুঃসহ লজ্জাজনক পরিস্থিতিতে মার্কিন নাগরিক এবং তাদের দোসররা কাবুল ছেড়ে পালাচ্ছে। কাবুলের হামিদ কার্জাই আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো মানুষ আফগানিস্তান ত্যাগের চেষ্টায় ভিড় করেছেন। মার্কিনিদের সাথে দেশ ছেড়ে পালানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন আফগানিস্তানের মার্কিন সহযোগীরা। কিন্তু এই মুহূর্তে “চাচা আপন জান বাঁচা” এই নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকরা কাবুল ছাড়ছেন।
এদিকে অবিশ্বাসযোগ্য এবং বিস্ময়কর ফুটেজ প্রকাশিত হয়েছে, আফগানরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি বিমানের সাথে রানওয়ে ধরে দৌড়াচ্ছেন আর বিমানটি তাদের রানওয়েতে রেখেই উড়ে যাচ্ছে। মানুষজন বিমানের পাখায় উঠেছেন আর কেউবা চাকা ধরে রেখেছেন। অসাধারণ ফুটেজ, এইত পশ্চিমা শক্তির দশকব্যাপী সামরিক হস্তক্ষেপের হতাশা আর বেদনার চিত্র।

গতকাল সোমবার সোশ্যাল মেডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত ভিডিওতে দেখা গেছে যে শত শত মানুষ একটি মার্কিন সামরিক বিমানে উঠার চেষ্টা করছে। বিমানের দরজায় হাজারো মানুষের ভিড় লেগে আছে। এরপর বিমানটি রানওয়ে ধরে উড়ার জন্য ট্যাক্সি করছে আর হাজারো মানুষ বিমানের সাথে রানওয়ে ধরে ছুটছে।
একটি ভিডিওতে দেখা গেছে বিমানবন্দরের রানওয়ে ধরে এগিয়ে যাওয়ার সময় বেশ কয়েকজন লোক প্লেনে চড়ছে, যাদের মধ্যে কয়েকজন তার চলন্ত সামনের চাকা ধরে ঝুলে আছে। আরেকটি ভীতিকর ক্লিপে দেখা গেছে যে বিমানটি উড্ডয়নের পর কমপক্ষে দুজন লোক আকাশ থেকে পড়ছে।

এদিকে সংবাদে প্রকাশিত হয়েছে, কাবুলে তালেবানরা নিয়ন্ত্রণ গ্রহণের পর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে এবং বিমান বন্দরে ইতিমধ্যে পাঁচজন নিহত হয়েছেন। অন্যান্য ফুটেজে দেখা যাচ্ছে, ভিড় বাড়ার সাথে সাথে বিমানবন্দর পরিচালনাকারী মার্কিন সৈন্যরা বাতাসে সতর্কীকরণ গুলি করছে।
সংবাদে প্রকাশিত হয়েছে যে, মার্কিন সেনারা হেলিকপ্টার নিয়ে নিচু দিয়ে উড়ে গিয়ে ধোঁয়া, গ্রেনেড এবং বাতাসে গুলি ছুড়ে ভিড় ছত্রভঙ্গ করে দেয় এবং বিমানবন্দরের নিয়ন্ত্রণ গ্রহণ করে। বস্তুত মার্কিন বিমানে করে কাবুল থেকে আমেরিকান কর্মীদের নিয়ে যাবার সময় হাজার হাজার আফগান দোভাষী এবং সহযোগীরা তালেবানদের ভয়ে দেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। প্রশ্ন হচ্ছে, মার্কিনরা কি এদের সবাইকে নিয়ে যেতে পারবে?

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, গত বছরের শান্তি চুক্তির অংশ হিসেবে দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের এপ্রিলের ঘোষিত তার সিদ্ধান্তের পক্ষে জাতির উদ্দেশে এক ভাষণে স্বীকার করেন, “এটি আমাদের প্রত্যাশার চেয়েও দ্রুত প্রকাশ পেয়েছে।”
মার্কিনীদের হিসেবে কাবুল সরকার এবং আফগান সামরিক বাহিনী তালেবানকে কয়েক মাস আটকে রাখতে পারবে বলে প্রকাশ। কিন্তু বাস্তবে এক সপ্তাহের মাথায় বিপর্য্যয় ঘটে গেছে। তালেবানরা সারা দেশ দখল করে নিয়েছে। মার্কিন মদদপূষ্ট আফগান সরকারের প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়ে গেছেন। মার্কিন সৃষ্ট ৩ লক্ষ সেনাবাহিনী হাওয়ায় মিলিয়ে গিয়েছে।
তথ্যসূত্র ঃ ওয়ার্ল্ড স্টেট জার্নাল, আল জাজিরা, আর টি ই, বি বি সি