কারো ব্যাংক হিসাব ও সম্পত্তি জব্দের ক্ষমতা দুদকের নেই: হাইকোর্ট

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্ক: আইন অনুযায়ী আদালতের অনুমতি ছাড়া ব্যাংক হিসাব  জব্দ ( অবরুদ্ধকরণ) বা সম্পত্তি অ্যাটাচমেন্ট (ক্রোক) বা সম্পত্তিতে বিধিনিষেধ আরোপের আদেশ  দেয়ার ক্ষমতা দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেই বলে হাইকোর্টের এক রায়ের পর্যবেক্ষণে উঠে এসেছে। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি গতকাল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২৭ জুন ওই রায় দেন।

কক্সবাজারের এক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করতে দুদকের তদন্ত কর্মকর্তার দেয়া নির্দেশ আইনগত কর্তৃত্ব-বহির্ভূতও বলেও হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে। রায়ে ২০০৭ সালের দুর্নীতি দমন কমিশন বিধিমালার ১৮ বিধি তুলে ধরে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তির বেআইনি পন্থায় অর্জিত ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ বা সম্পত্তি অ্যাটাচমেন্ট করার প্রক্রিয়া সম্পর্কে বিধিতে পরিষ্কারভাবে বলা হয়েছে। ২০০৭ সালে বিধিতে অপরাধলব্ধ সম্পত্তি জব্দ বা ক্রোক কিংবা অন্য কোনো বিধিনিষেধ আরোপ করার ক্ষমতা অনুসন্ধান বা তদন্তকারী কোনো কর্মকর্তা বা দুদকের অন্য কোনো কর্মকর্তাকে দেয়া হয়নি।

‘বেলায়েত হোসেন বনাম দুর্নীতি দমন কমিশন ও অন্যান্য’ শীর্ষক মামলার আট পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, কোনো সম্পত্তি অবরুদ্ধ করার আগে দুদককে প্রাথমিকভাবে নিশ্চিত হতে হবে যে ওই সম্পদ অবৈধ উপায়ে অর্জন করা হয়েছে। তারপর কমিশনের অনুমোদন সাপেক্ষে তাদের নিজস্ব কর্মকর্তা সিনিয়র স্পেশাল জজ বা ট্রায়াল জজ আদালতে সম্পদ অবরুদ্ধ (ফ্রিজ) বা ক্রোক করার জন্য মামলা করতে পারবেন।

রায়ের পর্যবেক্ষণে আরো বলা হয়েছে, দুদক অনুমোদিত কর্মকর্তাকে পর্যাপ্ত তথ্য-উপাত্তসহ কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট আদালতে সম্পত্তি অবরুদ্ধ বা ক্রোক করার জন্য আবেদন করতে হবে। সবশেষে আদালত সংশ্লিষ্ট ব্যক্তির অপরাধলব্ধ অর্জিত সম্পত্তির ব্যাপারে আপাতদৃষ্টে সন্তুষ্ট হয়ে সম্পত্তি অবরুদ্ধ বা ক্রোক করার আদেশ দিতে পারেন।

দুদকের চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন চলতি বছরের ৬ জানুয়ারি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের কক্সবাজার শাখার ব্যবস্থাপককে বেলায়েত হোসেন নামের এক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছিলেন। পরে ব্যাংক হিসাব জব্দের ওই নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করে চলতি বছরের ফেব্রুয়ারিতে বেলায়েত হোসেন হাইকোর্টে রিট করেন। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। রুলে বেলায়েতের ব্যাংক হিসাব জব্দ করতে দুদকের ওই উপসহকারী পরিচালকের দেয়া ৬ জানুয়ারির নির্দেশ কেন আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। রুলের চূড়ান্ত শুনানি শেষে ২৭ জুন হাইকোর্ট রায় ঘোষণা করেন।

SHARE THIS ARTICLE