আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ভোলা থেকে ঢাকায় মাছ নিয়ে যাওয়ার সময় কুমিল্লায় মাছবাহী ট্রাক উল্টে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার (১২ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার বারেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভোলা জেলার মনপুরা উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মো: মনির হোসেন (২৬), একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মো: সুমন (৩০),
মো: আক্তার হোসেন (৩২) এবং সাতক্ষীরার সদর উপজেলার বাসিন্দা মো: রফিকুল ইসলাম (২৩)।
কুমিল্লায় মাছবাহী ট্রাক উল্টে ৪ জনের মৃত্য’র বিষয়ে ভোলার মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম কামাল জানান, গতকাল রাতে ভোলার মনপুরা থেকে ঢাকায় মাছ নিয়ে যাওয়া সময় আজ ভোরে কুমিল্লার চান্দিনা বারেশ্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককের সঙ্গে ধাক্কা লেগে মাছবাহী ট্রাকটি উল্টে যায়।
এতে ঘটনাস্থলে ট্রাকের নিচে পড়ে মনপুরার ৩ জনসহ ৪ জন নিহত হন। এ সময় আরও ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, মনপুরা থেকে নিহতদের স্বজন কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছে। নিহতদের মরদেহ নিয়ে আসা হলে তথ্য উদ্ঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।