আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ১৭৩ জনের মৃত্যুর খবর এসেছে ঈদের দিন; ছুটির মধ্যে নমুনা পরীক্ষার সংখ্যা এক ধাক্কায় ১৪ হাজার কমে যাওয়ায় শনাক্ত রোগীর সংখ্যাও নেমে এসেছে সাত হাজারের ঘরে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে প্রায় ২৫ হাজার নমুনা পরীক্ষা করে আরও ৭ হাজার ৬১৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জন।
আক্রান্তদের মধ্যে গত এক দিনে আরও ১৭৩ জনের মৃত্যু হওয়ায় দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৮ হাজার ৪৯৮ জন হয়েছে।
আগের দিন ৩৯ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করে ১১ হাজার ৫৭৯ জন নতুন রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, মৃত্যু হয়েছিল ২০০ জনের।
মঙ্গলবার নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৫৯ শতাংশ; বুধবার তা বেড়ে ৩০ দশমিক ৪৮ শতাংশ হয়েছে। অর্থাৎ, শনাক্ত রোগীর সংখ্যা কমলেও সংক্রমণের মাত্রা আসলে কমেনি।