গরীর অসহায় রোগীদের জন্য বিনামূল্য চিকিৎসাকেন্দ্র রশিদ-আনোয়ারা মেমোরিয়াল উদ্বোধন

শাহাজালাল ভুইয়া,ফনী প্রতিনিধিঃ ফেনী সদর উপজেলার পাঁছগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুরে গরীর অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার লক্ষ্যে রশিদ-আনোয়ারা মেমোরিয়াল চিকিৎসাকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে প্রধান অতিথি থেকে চিকিৎসাকেন্দ্রের উদ্বোধন করেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

May be an image of 7 people and people standing

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন, দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন, বাংলাদেশ টেলিভিশন জেলা প্রতিনিধি দৈনিক অজেয় বাংলা সম্পাদক শওকত মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রফেসর সাইদুল হক ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মো.শাহজাহান । শুভেচ্ছা বক্তব্য রাখেন চিকিৎসা কেন্দ্রের উদ্যোক্তা ডা. মোহাম্মদ খোরশেদ আলম।

May be an image of 6 people, people sitting and people standing

মাস্টার আশিষ দত্তের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য শাহ আলম বাবুল, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভুঞা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আব্দুস শুক্কুর মানিক, আনসার ভিডিপির অব. কর্মকর্তা সিরাজুল ইসলাম ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান প্রমুখ। ডা. মোহাম্মদ খোরশেদ আলম বলেন, জীবনে স্বপ্ন ছিল ডাক্তার হলে একটি চিকিৎসাকেন্দ্র করে গরীব অসহায় বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া। আজ সেই স্বপ্ন বাস্তবায়নে এক ধাপ এগিয়েছি।

May be an image of 4 people, people standing and indoor
SHARE THIS ARTICLE