গোপন নথি ফাঁস বিপাকে জো বাইডেন

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ পুরনো ব্যক্তিগত দপ্তরে থাকা রাষ্ট্রীয় শীর্ষ গোপনীয় নথি ফাঁস হওয়ায় বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিষয়টি আরো সূক্ষ্মভাবে তদন্তের জন্য এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেনের দুটি ব্যক্তিগত দপ্তর থেকে মোট ২০টি শ্রেণীভুক্ত নথি উদ্ধার করা হয়েছে। খবর বিবিসি।

যুক্তরাষ্ট্রে শ্রেণীভুক্ত দাপ্তরিক নথির তিনটি মৌলিক স্তর রয়েছে—গোপনীয়, গোপন ও শীর্ষ গোপনীয়। শীর্ষ গোপনীয় তথ্য ফাঁস হলে সেটি রাজনৈতিক কিংবা রাষ্ট্রীয় বড় ক্ষতির কারণ হতে পারে।

প্রতিবেদনের তথ্যমতে, প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত দপ্তরগুলোয় থাকা ১০টি নথির মধ্যে সর্বোচ্চ শ্রেণীভুক্ত স্তরের কাগজপত্র ছিল। এছাড়া এর আগে বাইডেনের ডেলাওয়্যারের একটি বাড়িতে ১০টি শ্রেণীভুক্ত নথি পাওয়া গিয়েছিল। তবে এর কোনোটিই শীর্ষ গোপনীয় নথি নয়। প্রথম দিকের নথিগুলো বাইডেনের পুরনো প্রতিষ্ঠান পেন বাইডেন সেন্টারে গত নভেম্বরে পাওয়া গিয়েছিল। ডেলাওয়্যারের নথির তথ্য প্রকাশ্যে এসেছে গত বৃহস্পতিবার। মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে এমন ক্রমবর্ধমান বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি জো বাইডেন। তবে হোয়াইট হাউজ জানিয়েছে, নথিগুলো অনিচ্ছাকৃতভাবে হারিয়ে গেছে এবং তারা এগুলো ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টা করছে।

SHARE THIS ARTICLE