
আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ চলতি বছরে ৪৫ হাজার শরণার্থী নেয়ার কথা জানিয়েছে কানাডা। এছাড়াও যারা স্থায়ী বসবাসের আবেদন জানিয়েছেন তাদের আবেদনের প্রক্রিয়াও দ্রুতগতিতে করা হবে বলে জানানো হয়েছে। সিবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কানাডার ইমিগ্রেশন মন্ত্রী মার্কো মেন্ডিসিনো সংবাদ সম্মেলনে কানাডায় আগত শরণার্থীদের আবেদন দ্রুত করা এবং বাড়ানোর পরিকল্পনার ঘোষণায় এমনটি জানিয়েছেন।
তিনি বলেন, এই বছর দেশটিতে শরণার্থী গ্রহণ ২৩ হাজার ৫০০ থেকে ৪৫ হাজারে উন্নীত করা হবে এবং স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদনের প্রক্রিয়াও ত্বরান্বিত করবে।
৪০ হাজারের বেশি মানুষ কানাডায় স্থায়ী বসবাসের আবেদন জানিয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ১৭ হাজার ৯০০ জন স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছেন।
মেন্ডিসিনো বলেন, কানাডায় শরণার্থীদের অনেক অবদান রয়েছে। আমরা দেখেছি শরণার্থীরা মহামারীকালীন সময়েও তাদের নতুন সম্প্রদায় এবং তাদের দেশগুলিকে ফিরিয়ে দিতে পেরেছে।
তিনি বলেন, বিশ্বের প্রতিটি কোণ থেকে মানুষ কানাডায় আশ্রয় চেয়েছেন, যারা কানাডায় তাদের জীবনের পরবর্তী অধ্যায় শুরু করেছেন।
পাইলট অর্থনৈতিক অভিবাসন প্রবাহের মাধ্যমে শরণার্থীদের দক্ষতা স্বীকার করে পাঁচশত আবেদনকারীকে ভর্তি করার জন্য সরকার প্রকল্পটি আরও দুই বছরের জন্য বাড়িয়েছে।
মেন্ডিসিনো ফি মওকুফ করা এবং স্থায়ীভাবে আবাসিক আবেদনগুলি ত্বরান্বিত সহ পাইলট প্রক্রিয়াটির উন্নতির জন্য নতুন পদক্ষেপের ঘোষণা করেছেন। রবিবার বিশ্ব শরণার্থী দিবসকে সামনে রেখে নতুন উদ্যোগগুলি ঘোষণা করেছেন তিনি।
কানাডা বিশ্বব্যাপী মহামারীর মধ্যে ২০১৯ সালে ৩০ হাজার এবং গত বছর ৯ হাজারের বেশি শরণার্থী পুনর্বাসন করেছে।