চারদিন পর নিখোঁজ অভিনেতা শামীম উদ্ধার

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ চারদিন নিখোঁজ থাকার পর ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম আহমেদকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুরের উলুখোলা থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেতা শামীমের স্ত্রী আশামনি। 

এর আগে আশা সাংবাদিকদের জানান, শুটিংয়ের জন্য শামীম সিলেট গিয়েছিল। শুটিং স্পটে কিছু ঝামেলা হয়। শুটিং করতে দেবে না বলে তার কাছ থেকে ছিনিয়ে নেয়া হয় ক্যামেরা, মোবাইল।

রিকশাওয়ালা থেকে অভিনেতা হওয়ার গল্প শোনালেন শামীম কে নিয়ে এলো তাকে অভিনয়  জগতে দেখুন ভিডিও - YouTube

গত ২০ মার্চ রাতে গাড়িতে উঠে পাশের সিটের একজনের মোবাইল থেকে ফোন করে বিষয়টি জানান। তখন শামীম জানান, বাসায় ফিরতে রাত হবে। এরপর শামীম বাসায় ফিরেননি। 

১৯৯৯ সালে ‘বন্ধন’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে শামীম আহমেদের অভিনয়ের পথচলার শুরু। তিনি অসংখ্য নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। নাটকের পাশাপাশি প্রায় ২৬টি চলচ্চিত্রে দেখা গেছে তাকে।

SHARE THIS ARTICLE