
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃস্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গতকাল জাতীয় প্যারেড স্কয়ারে মহান বিজয় দিবসের কুচকাওয়াজ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের সালাম গ্রহণ
করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তিন বাহিনী প্রধান
উপস্থিত থেকে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিজয় দিবস প্যারেড-২০২১-এর বিশেষ অতিথি ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দকে অভ্যর্থনা জানান।
কুচকাওয়াজ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও বৈদেশিক কূটনৈতিক ব্যক্তিরা।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ৯
পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় মহান বিজয় দিবস কুচকাওয়াজ-২০২১ অনুষ্ঠিত হয়।
বিজয় দিবস কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি ও প্যারেড উপ-অধিনায়কের দায়িত্ব পালন করেন কমান্ডার, ৭১ মেকানাইজড ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল মো.
নাজিম-উদ-দৌলা, এসপিপি, পিএসসি, পিএইচডি।
কুচকাওয়াজে বিভিন্ন বাহিনীর মোট ২৩টি কন্টিনজেন্ট এবং ভুটান, ভারত ও রাশিয়ার তিনটি কন্টিনজেন্ট
এবং মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল রাষ্ট্রপতিকে সালাম প্রদান করেন। কুচকাওয়াজে অংশগ্রহণকারী সম্মিলিত যান্ত্রিক বহরের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন কমান্ডার,
৯ আর্টিলারি ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম, এনডিসি, এএফডবিউসি, পিএসসি, জি। জাতিসংঘ কন্টিনজেন্ট ও বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর কন্টিনজেন্টের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন
কমান্ডার, ৮১ পদাতিক ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহান সাদি, পিএসসি।